সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েকদিন পরেই মুক্তি পাবে সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যানন অভিনীত সিনেমা ‘রাবতা’। কিন্তু এই দু’জনের পরিবর্তে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন ৩২৪ বছরের এক আদিবাসী বৃদ্ধ। ‘রাবতা’-র ট্রেলারে যাঁকে ইতিমধ্যে দেখে ফেলেছেন দর্শকরা। ওই বৃদ্ধকে দেখার পর থেকেই অনেকেই প্রশ্ন তুলছেন, কে এই অভিনেতা?
আসলে তিনি আর কেউ নন, জাতীয় পুরস্কার জয়ী বলিউড অভিনেতা রাজকুমার রাও। নিজের টুইটার হ্যান্ডেলে ‘রাবতা’ সিনেমায় তাঁর নতুন এই লুকের ছবিটি টুইট করেছেন রাজকুমার নিজেই। সঙ্গে লেখেন, ‘এটাই হল রাবতায় আমার অতিথি শিল্পীর লুক।’ কিন্তু ‘রাবতা’র ট্রেলারের একদম শেষে থাকা ওই বৃদ্ধ লোকটিকে দেখে কেউই চিনতে পারেননি। এতটাই দুর্দান্ত হয়েছে রাজকুমারের মেকআপ।
And here is my Guest appearance from .
— Rajkummar Rao (@RajkummarRao)
জানা গিয়েছে, রাজকুমারের এই লুকের জন্য দিন-রাত পরিশ্রম করেছেন পরিচালক দীনেশ ভিজান ও তাঁর দলবল। লস অ্যাঞ্জেলস থেকে আসা মেকআপ আর্টিস্টদের একটি দলের সাহায্যেই এই কাজ সম্পন্ন হয়েছে। এমনকী, রাজকুমারের এই লুকটি ফাইনাল করতে ১৬ বার নাকি পরীক্ষাও করা হয়েছিল। এখানেই শেষ নয়, চরিত্র অনুযায়ী বডি ল্যাঙ্গুয়েজ এবং গলার স্বর পাল্টানোর জন্যও তাঁকে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে। তবে কোনও কিছুতেই নাকি না করেননি রাজকুমার। মেক আপের জন্য রোজ প্রায় ৬ ঘণ্টা ধরে বসে থাকতে হত। আর সেই নিয়ে একবারও অভিযোগ করেননি তিনি।
এখন দেখার রাজকুমারের এই নতুন লুক দর্শকদের কতটা পছন্দ হয়?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.