সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ফ্যাশন স্টেট্মেন্ট সকলের সামনে তুলে ধরতেই তিনি ভালোবাসেন। শুধু তাইই নয় একইসঙ্গে নিজের ফ্যাশন স্টেটমেন্টের মাধ্যমে নিজেকে সোশাল মিডিয়ায় ভাইরাল করে তুলেছেন। বলা যায় তিনি নেটপাড়ার ভাইরালকন্যা উরফি জাভেদ। এবার তাঁকে ঘিরেই সোশাল মিডিয়ায় ছড়িয়েছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন উরফি জাভেদ। পাত্র কে জানেন?
শোনা যাচ্ছে উরফির হবু স্বামী নাকি দিল্লিনিবাসী শিল্পপতি। উরফি আর তিনি নাকি দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন। উল্লেখ্য, উরফি নিজে সোশাল মিডিয়ায় ভাইরাল হতে ভালোবাসলেও তাঁর প্রেমিক তথা হবু স্বামী একেবারেই প্রচারবিমুখ। একসঙ্গে কখনই তাই ধরা দেননি তাঁরা ক্যামেরার সামনে। উল্লেখ্য, কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় উরফির চেহারা বদলে যাওয়ার ফলে বেশ সমালোচনায় পড়েছিলেন। উরফির এক ভিডিও দেখে রীতিমতো চোখ কপালে উঠে গিয়েছিল সকলের।
তাঁর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছিল মুখে একের পর এক সূচ ফোটাচ্ছেন উরফি। উরফির পোস্ট করা ওই ভিডিও দেখে অনেকেরই মনে হয়েছিল যে উরফি হয়তো মুখে ফিলার্স করাচ্ছেন। কিন্তু তা ঠিক না। এই বিষয়ে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে উরফি সেই ভিডিও পোস্ট করে জানান, “আমি ফিলার্স করাচ্ছি না। বরং আমি আমার মুখে অতীতে করা ফিলার্স সরিয়ে দিচ্ছি। কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই সিদ্ধান্ত। আমি আবারও ফিলার্স করাবো বেশ কিছুদিন পর। তবে মুখে আর সূচ ফুটিয়ে নয়। বরং চিকিৎসকের পরামর্শেই করব। এই পদ্ধতি খুবই কষ্টদায়ক। তাই চিকিৎসকের পরামর্শেই এগোব।” ঠিক এভাবেই কিন্তু নানাভাবে উরফির নেটপাড়ায় বিচরণ। নিজেকে সকলের সামনে তুলে ধরতে ভালোবাসেন তিনি। এবার দেখার নিজের মনের মানুষের সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসেন উরফি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.