সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোলামেলা পোশাকের জন্য বিজেপির কটাক্ষের মুখে পড়েছিলেন। উরফি জাভেদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি নাকি নগ্নতার প্রচার করেন। এবার করণ জোহর সঞ্চালিত ‘দ্য ট্রেটর্স ইন্ডিয়া’ জেতার পর খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন উরফি। রাজ কুন্দ্রা, করণ কুন্দ্রা থেকে অনশুলা কাপুর, জাসমিন ভসিন, অপূর্ব মাখিজাদের মতো চর্চিত তারকাদের হারিয়ে সেরার মুকুট উঠেছে তাঁর মাথাতেই। সঙ্গে জিতে নিয়েছেন ৭০ লক্ষ টাকা পুরস্কার। কিন্তু কারি কারি টাকা জিতেও শান্তি নেই! কোথায় শুভেচ্ছার জোয়ারে ভাসবেন, তা নয়, বরং নিত্যদিন কটাক্ষের মুখে পড়তে হচ্ছে উরফি জাভেদকে।
এযাবৎকাল হাতে সিনেমা, সিরিজ-সিরিয়াল না থাকলেও সোশাল মিডিয়ায় রীতিমতো সুপারহিট উরফি জাভেদ। উদ্ভট ফ্যাশন স্টেটমেন্টের জন্য তাঁকে নিয়ে তারকামহলেও চর্চার অন্ত নেই। তবে সেই জনপ্রিয়তা থেকেই করণ জোহর সঞ্চালিত রিয়ালিটি শো ‘দ্য ট্রেটর্স ইন্ডিয়া’য় ডাক পান উরফি জাভেদ। শোয়ে একের পর এক রুদ্ধশ্বাস মনস্তাত্ত্বিক কৌশলী, প্রতি মুহূর্তে বদলে যাওয়া বন্ধুত্বের সমীকরণ আর বিশ্বাসঘাতকতায় মোড়া শোয়ের অন্তিম পর্বে বাকি প্রতিযোগীদের বুদ্ধির প্যাঁচে ফেলে ‘ট্রেটর’দের মুখোশ খুলে দেন উরফি জাভেদ। আর সেই জন্যই সেরা প্রতিযোগীর পুরস্কার উঠেছে তাঁর হাতে গত বৃহস্পতিবার রাতে। যৌথভাবে বিজয়ী হয়েছেন নিকিতা লুথারও। তবে তাঁকে নিয়ে খুব একটা চর্চা না হলেও উরফির জয় নিয়ে গাত্রদহের অন্ত নেই একাংশের। অতঃপর নেটপাড়ায় অহরহ খুন-ধর্ষণের হুমকি পাচ্ছেন তিনি। যার জেরে রীতিমতো আতঙ্কে রয়েছেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সেই পরিপ্রেক্ষিতেই সোশাল মিডিয়ায় হুমকির কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি।
উরফি জাভেদের মন্তব্য, “কোনও মহিলার কাজ পছন্দ না হলেই তাকে বেশ্যা, যৌনকর্মী বলে ডাকা হয়। এই অবশ্য প্রথমবার আমাকে এহেন গালিগালাজ বা হুমকি শুনতে হচ্ছে না। তবে এবার আমাকে পোশাকের জন্য কটাক্ষ করা হচ্ছে না। বরং ‘দ্য ট্রেটর্স ইন্ডিয়া’য় জেতার জন্য আমাকে খুন-ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। যে স্ক্রিনশটগুলো দিলাম, সেগুলো তো অনেক ভদ্র। আসলে আমি যেটাই করি না কেন, মানুষ আমাকে ঘৃণা, হেনস্তা করতে ভালোবাসে।” উরফির সংযোজন, “হর্ষকে জেতালে আমাকে ভালোবাসায় অন্ধ বলা হত। হর্ষকে বের করে দিলে ধোঁকাবাজ বলত। পূরবকে জিততে দিলে বোকা বলত নইলে চিটার। সেসব না হওয়ায় আমাকে গালিগালাজ করা হচ্ছে। তবে আমার এই জার্নিটা কিন্তু সহজ ছিল না। অনেকবার কেঁদেছি। কতবার ভেঙে পড়েছি, শো ছেড়ে দিতে চেয়েছি। লোকের কাছ থেকে জামাকাপড় ধার নিয়েছিলাম বিগ বস-এ পরার জন্য। তখনও জানতাম না পাওনাগুলো মেটাতে পারব কিনা।”
নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কবে কী কাণ্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। তারকারাও উরফিকে নিয়ে মতামত প্রকাশ করে থাকেন। রণবীর কাপুরের যেমন উরফির অদ্ভূত পোশাক একেবারেই পছন্দ নয়। এদিকে করিনা কাপুর আবার উরফিকে সাহসী ফ্যাশন আইকন মনে করেন। উরফির ‘ম্যাজিক ড্রেস’-এর প্রশংসা করেছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থাও। এবার করণ জোহরের শো জেতার পর বিপাকে পড়েছেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.