Advertisement
Advertisement
Uorfi Javed

চোখ-মুখ ফুলে ঢোল উরফি জাভেদের! হলটা কী? ছবি দেখে আঁতকে উঠছে নেটপাড়া

হঠাৎ কী হল উরফির?

Uorfi Javed Reveals Swollen Face After Getting Her Fillers Dissolved: ‘It Was So Painful’

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:July 20, 2025 4:02 pm
  • Updated:July 20, 2025 4:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন নিজের অনুরাগীদের নানারকম পোশাকে চমক দিয়েছেন জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ। এবার সোশাল মিডিয়াতে উরফির এক ভিডিও দেখে রীতিমতো চোখ কপালে উঠে গিয়েছে সকলের। তাঁর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে মুখে একের পর এক সূচ ফোটাচ্ছেন উরফি। আর এর জেরে তাঁর ঠোঁট-মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে। এমন অবস্থা দেখে অবাক সকলেই। হঠাৎ কী হল তাঁর?

Advertisement

উরফির পোস্ট করা ওই ভিডিও দেখে অনেকেরই মনে হয়েছিল যে উরফি হয়তো মুখে ফিলার্স করাচ্ছেন। কিন্তু তা ঠিক না। এই বিষয়ে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে উরফি সেই ভিডিও পোস্ট করে জানিয়েছেন, “আমি ফিলার্স করাচ্ছি না। বরং আমি আমার মুখে অতীতে করা ফিলার্স সরিয়ে দিচ্ছি। কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই সিদ্ধান্ত। আমি আবারও ফিলার্স করাবো বেশ কিছুদিন পর। তবে মুখে আর সূচ ফুটিয়ে নয়। বরং চিকিৎসকের পরামর্শেই করব। এই পদ্ধতি খুবই কষ্টদায়ক। তাই চিকিৎসকের পরামর্শেই এগোব।”

শুক্রবার হঠাৎ উরফি তাঁর আরও এক ভিডিও ও ছবি ভাগ অরে নিয়েছিলেন সোশাল মিডিয়ায়। সেখানে জানিয়েছিলেন যে, মারাত্মক অ্যালার্জির সমস্যায় ভুগছেন তিনি। কনো চিকিৎসক এই সমস্যার সমাধান করতে পারবেন কিনা সেই প্রশ্নও করেছিলেন তিনি। ওই ছবিতে দেখা যাচ্ছিল তাঁর চোখ-মুখ অ্যালার্জিতে লাল হয়ে ফুলে গিয়েছে। যদিও অন্যান্য সময় নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কবে কী কাণ্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। কেউ কেউ উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেন, তবে বেশিরভাগই মানুষই তাঁর খোলামেলা পোশাকের বিরুদ্ধে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ