Advertisement
Advertisement
Uorfi Javed

উরফির বলিউডে পা, কোন ছবিতে দেখা যাবে ভাইরালকন্যাকে?

প্রকাশ্যে ফার্স্টলুক।

Uorfi Javed to make her film debut with Ekta Kapoor's 'Love Sex Aur Dhokha 2'
Published by: Akash Misra
  • Posted:March 13, 2024 7:23 pm
  • Updated:March 13, 2024 7:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন শুধু সোশাল মিডিয়ায় নিজের রূপের আগুন জ্বালাচ্ছিলেন উরফি জাভেদ। আর এবার বলিপর্দায় হইচই ফেলে দিতে তৈরি উরফি। খবর অনুযায়ী, একতা কাপুরের নতুন ছবি ‘লাভ সেক্স ধোকা’তে দেখা যাবে উরফিকে। এই ছবি দিয়েই বলিউডে পা দিতে চলেছেন সোশাল মিডিয়ার ভাইরালকন্যা। এই ছবিটিও পরিচালনা করছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়। এই ছবির ফার্স্টলুক শেয়ার করে সুখবর দিলেন উরফি নিজেই।

Advertisement

[আরও পড়ুন: লোকসভার প্রার্থী হচ্ছেন রুদ্রনীল ঘোষ! দ্বিতীয় লিস্ট বেরনোর আগেই মুখ খুললেন অভিনেতা]

নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কবে কী কাণ্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। কেউ কেউ উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেন, তবে বেশিরভাগই মানুষই তাঁর খোলামেলা পোশাকের বিরুদ্ধে। অনেকে উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন। অবশ্য সমালোচনা নিয়ে উরফি কখনই বিশেষ মাথা ঘামাননি। তাঁর পাখির চোখ বরাবরই ছিল বলিউডের পর্দাই। দু-একটা পাঞ্জাবি ছবিতেও অবশ্য অভিনয় করেছিলেন তিনি। এবার বলিউডের পর্দায়।

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন।

[আরও পড়ুন: লোকসভা ভোটের প্রার্থী হতেই ‘দিদি নম্বর ১’ ছাড়ছেন? মুখ খুললেন রচনা]

 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ