Advertisement
Advertisement
Uorfi Javed

কপালে নেই কান ডেবিউ, শেষ মুহূর্তে কেন ফ্রান্স সফর বাতিল উরফির?

সোশাল মিডিয়ায় মডেল নিজেই দিলেন ব্যাখ্যা।

uorfi javed wont be able to debut in canne due to this

ছবি: ইন্সটাগ্রাম

Published by: Sulaya Singha
  • Posted:May 14, 2025 7:55 pm
  • Updated:May 14, 2025 7:55 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাগ্যের কী পরিহাস! আমন্ত্রণ পাওয়ার পরেও কানে ডেবিউ হল না উরফি জাভেদের। নিজেকে সবসময় রকমারি পোশাকে মেলে ধরেন এই মডেল-ইনফ্লুয়েন্সার। তার জেরে প্রায়ই কটাক্ষের শিকারও হন। কেউ আবার তাঁর সাজপোশাক দেখে মজা করতেও ছাড়েন না। আর সেই নানা বিচিত্র পোশাকের সম্ভার নিয়েই তাঁর উড়ে যাওয়ার কথা ছিল সুদূর ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবে। তবে শেষমেশ তাতে বাদ সাধল ভাগ্য। ভিসা না পাওয়ায় অন্তত এই বছরের মতো কানের রেড কার্পেটে হাঁটা হল না উরফির। সেই কারণেই মন খারাপ তাঁর? সোশাল মিডিয়ায় জানালেন তাঁর সেই অনুভূতির কথা।

Advertisement

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে অভিষেক হওয়ার কথা ছিল উরফির। সেই মতো তিনি এবং তাঁর টিম প্রস্তুতিও নিচ্ছিল। বরাবরের মতো বিচিত্র সব পোশাকের সম্ভার নিয়ে ফ্রান্সের উদ্দেশে উড়ে যাওয়ার জন্য বেশ আনন্দেই ছিলেন তাঁরা। কিন্তু শেষ অবধি যাওয়া হল না। উরফির পোস্টের দিকে নজর রাখলে বোঝা যাচ্ছে যে সময়টা তাঁর একেবারেই ভালো যাচ্ছে না। বেশ কিছুদিন ধরে সোশাল মিডিয়ায় অ্যাকটিভ না থাকা, দীর্ঘদিন ধরেই কিছু পোস্ট না করা প্রসঙ্গে উরফি বলেছেন, তাঁকে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে এই মুহূর্তে যেতে হচ্ছে। তাঁর ব্যবসারও মন্দা চলছে। সবকিছু মিলিয়ে উরফি যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ও তাঁর মানসিক অবস্থা ভালো না, সেই বিষয়ে খোলসা করেছেন নিজেই।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

একটি প্রসাধনী সংস্থার হাত ধরে কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার সুযোগ এসেছিল উরফির। তবে তা শেষমেশ না হওয়ায় হতাশা গ্রাস করেছে তাঁকে। তবে উরফি তাঁর পোস্টে প্রত্যাখ্যাত হওয়ার ইতিবাচক দিকটিও তুলে ধরেছেন। উরফি বলেছেন, ‘প্রত্যেকটা প্রত্যাখ্যান জীবনে নতুন সুযোগ নিয়ে আসে। আর তাই জীবনে এত প্রত্যাখ্যানের পরেও আমি ভেঙে পড়িনি। তোমরাও তোমাদের জীবনের এরকম পরিস্থিতিতে এতটাই শক্ত থেকো।’ 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ