Advertisement
Advertisement
Kangana Ranaut

Kangana Ranaut: বিজেপির জয়গানের উপহার? যোগীরাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন কঙ্গনা রানাউত

শুক্রবার যোগীর বাসভবনে গিয়েছিলেন কঙ্গনা রানাউত।

UP government named actor Kangana Ranaut as the brand ambassador of its ''one district-one product'' programme । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 2, 2021 10:44 am
  • Updated:October 2, 2021 10:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার যোগীরাজ্যের মুখ হতে চলেছেন বলিউডের ‘কুইন’। ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান প্রোডাক্ট প্রোগ্রামে’র (One district-one product) ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন কঙ্গনা রানাউত। শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠকও হয় তাঁর। এর আগে অভিনেত্রীর গলায় একাধিকবার মোদি সরকারের স্তুতি তাঁর গলায় শোনা গিয়েছে। সে কারণেই কি যোগীরাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন তিনি?

Advertisement

সদ্যই জয়ললিতার বায়োপিকে কাজ করেছেন কঙ্গনা। প্রথমে তামিল ভাষায় তৈরি হয় ছবিটি। ‘থালাইভি’ ছবিটি পরে হিন্দি ও তেলুগু ভাষায় মুক্তি পায়। প্রথমে যদিও ওই দুই ভাষার ছবির নাম ‘জয়া’ রাখার কথা ছিল। এই ছবিতে কঙ্গনার অভিনয় ইতিমধ্যেই মন ছুঁয়েছে দর্শকদের। আপাতত নিজের আসন্ন ছবি ‘তেজসে’র (Tejas) শুটিংয়ে ব্যস্ত কঙ্গনা। সে কারণে ইতিমধ্যে উত্তরপ্রদেশেই রয়েছেন তিনি। শুক্রবার মোরদাবাদে শুটিং করেন অভিনেত্রী। এরপরই সোজা লখনউ পৌঁছন তিনি। দেখা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে।

[আরও পড়ুন: ‘দিদি নাম্বার ওয়ানে’ দেখানো বাঘের ঘটনা ভুয়ো! শো বন্ধের দাবি উঠতেই মুখ খুললেন রচনা]

উত্তরপ্রদেশ সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্টের ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রোগামে’র উপলক্ষে যোগীর বাসভবনে যান কঙ্গনা (Kangana Ranaut)। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেত্রী। কঙ্গনাকে একটি বিশেষ সোনার কয়েন উপহার দেন যোগী। ওই কয়েনটি রামমন্দিরের ভূমিপুজোর সময় ব্যবহৃত হয়েছিল। তিনি শীঘ্রই অযোধ্যা নিয়ে ছবি তৈরি করবেন বলেও ইনস্টাগ্রামে (Instagram) উল্লেখ করেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধা জানালেন মোদি, শাস্ত্রীর সমাধিস্থলেও মাল্যদান প্রধানমন্ত্রীর]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement