সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় কান পাতলেই একসময় দেব-শুভশ্রীর প্রেমের গুঞ্জন শোনা যেত। তবে পরবর্তীতে সেই সমীকরণ বদলেছে। স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তান নিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সুখের ঘরকন্না। অন্যদিকে, বর্তমানে রিল-রিয়েল দুই পরিসরে দেব-রুক্মিণী হিট। সম্পর্কের রসায়ন বদলের পর ফের পর্দায় ফিরল দেব-শুভশ্রীর রোম্যান্স। ‘ধূমকেতু’র প্রথম ঝলকে ঠোঁটে ঠোঁট জুটির। টিজারে তা দেখেই চাপা উত্তেজনায় ফুটছেন অনুরাগীরা। ছক ভাঙা এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৪ আগস্ট। আর মাসদুয়েকের অপেক্ষা যেন সইতে পারছেন না অনুরাগীরা।
টিজারে যেন ‘দেব রাজত্ব’। সিংহভাগ জুড়ে শুধু দেব আর দেব। ট্রেলারের শুরুতে বলছেন, “গত ৯ বছর ধরে শুধু পালিয়ে বেড়াচ্ছি। কোনও দোষ না করেও মৃত্যু আমাকে ঘরছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে। মৃত্যুকে আর ভয় পাই না।” আর একেবারে শেষে শোনা গিয়েছে, “সিনেমায় একটা হিরো ভিলেনকে আইন টপকে কুপিয়ে মারলে হিরোই থাকে, আর আমরা মাঝখান থেকে ভিলেন থাকি।” একে তো কৌতূহল উদ্রেক করা সংলাপ। তার উপর আবার দৃশ্য। দু’য়ের মিশেলে যেন রহস্যের জমাট বুনন। লড়াকু ‘ভিলেন’ আর অসমাপ্ত প্রেমকাহিনি নিয়ে যে এগোবে ‘ধূমকেতু’। তারই যেন পূর্বাভাস দিল ছবির টিজার।
View this post on Instagram
এখনও পর্যন্ত দেব-শুভশ্রী জুটির শেষ ছবি ‘ধূমকেতু’। নয় বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল ছবির। তবে তা সে সময় সম্ভব হয়নি। অবশেষে আইনি জটিলতা কাটিয়ে প্রেক্ষাগৃহের আলো দেখতে চলেছে সেই সিনেমা।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ফ্রেমে সেই প্রথম ছকভাঙা চরিত্রে ধরা দিয়েছিলেন দেব। আগে মুক্তি পেলে প্রযোজক হিসাবে ‘ধূমকেতু’র মাধ্যমেই হাতেখড়ি হত দেবের। সঙ্গে প্রযোজক রানা সরকার। যৌথ প্রযোজনায় তৈরি হয় এই ছবিটি।
মাঝে দীর্ঘ সময় পেরলেও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবি নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনায় বিন্দুমাত্র ভাটা পড়েনি! আগামী ১৪ আগস্ট ছবি মুক্তি। প্রথম ঝলক দেখে উত্তেজনায় ফুটছেন বাংলার সিনেদর্শকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.