Advertisement
Advertisement
Urvashi Rautela

হায়, হায়… শেষে বগল ছেঁড়া পোশাকে কানের মঞ্চে উর্বশী! ভাইরাল ভিডিও নিয়ে জোর চর্চা

বিতর্ক যেন পিছু ছাড়ে না অভিনেত্রী উর্বশী রাউতেলার।

Urvashi Rautela suffers major wardrobe malfunction on Cannes Film Festival
Published by: Sayani Sen
  • Posted:May 19, 2025 4:22 pm
  • Updated:May 19, 2025 5:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ে না অভিনেত্রী উর্বশী রাউতেলার। এবার বিপদ ঘটল কানস ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে। সেখানে নাকি ছেঁড়া পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সোশাল মিডিয়ায় নাকি উর্বশীর ওই ছেঁড়া পোশাক পরা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

ভিডিওতে একটি কালো রঙের গাউনে দেখা গিয়েছে। পোশাকটি দেখতে খুবই সুন্দর। অভিনেত্রীকে মানিয়েছেও বেশ। তবে ওই পোশাকের বাঁ বগলের দিকেই বিপত্তি। ভাইরাল ভিডিওতে স্পষ্ট, পোশাকের বগলের কাছে ছিদ্র। যতবার হাত নাড়াচাড়া করেছেন অভিনেত্রী, ততই নাকি স্পষ্টভাবে বোঝা গিয়েছে ওই ছিদ্র।

ভিডিও ভাইরাল হওয়া মাত্রই সমালোচনার ঝড়। কেউ কেউ কটাক্ষ করে লেখেন, “প্রথম ভারতীয় যিনি কানের মঞ্চে ছেঁড়া পোশাক পরেছেন?” আবার কেউ লিখছেন, “সত্যি পোশাকে ছিদ্র?” নেটিজেনদের একাংশের খোঁচা, “আমার অভিনেত্রীকে দেখে সত্যি খারাপ লাগছে।” কারও কারও দাবি, প্রচারের লোভেই নাকি ইচ্ছাকৃতভাবে এমন ছেঁড়া পোশাক পরেছেন উর্বশী। সবমিলিয়ে নানা মহলে যে সমালোচনার ঝড় উঠেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে ছবি ‘পার্টির অন জর’ ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন উর্বশী। ১৩ মে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবছরের কান চলচ্চিত্র উৎসব। কানের রেড কার্পেটে বিশেষ উপস্থিতি ছিল লিওনার্দো ডিক্যাপ্রিও, কোয়েন্টিন ট্যারেন্টিনো, রবার্ট ডি নিরো, ও জুরি প্রেসিডেন্ট জুলিয়েট বিনোচ প্রমুখের। ‘কিম্ভূত সাজে’র জন্য কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে এর আগেও সমালোচনার শিকার হতে হয়েছে মডেল-অভিনেত্রীকে। একটি রংবেরঙের অফ শোল্ডার গাউনে দেখা গিয়েছিল তাঁকে। হাতে নিয়েছিলেন একটি চারলাখের কাকাতুয়া ক্লাচ। নানা রঙের দামি পাথর দিয়ে বানানো উর্বশীর হাতের এই ক্লাচ তাঁর মতোই চর্চার কেন্দ্রবিন্দুতে। চর্চায় অভিনেত্রীর দামি পাথর দিয়ে বানানো মাথার মুকুট ও চড়া মেকআপও। যা নিয়েই নেটপাড়ায় ট্রোলের ঝড়। কেউ বলছেন তাঁকে ‘জোকার’। কারও নিশানায় আবার তাঁর ‘কিম্ভূত সাজ।’ তবে তাঁর এই সাজের প্রশংসা করেন ভূমি পেডনেকর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ