Advertisement
Advertisement
Urvashi Rautela at Cannes

সোনা-হিরের ‘বিকিনি’ হাতে রাস্তা আটকে দেখনদারি! ফের কান-এ ‘সম্মান খোয়ালেন’ উর্বশী

কান-এ গিয়ে 'নাক কাটালেন' উর্বশী রাওতেলা!

Urvashi Rautela's bikini clutch at Cannes, gets trolled

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:May 23, 2025 12:29 pm
  • Updated:May 23, 2025 12:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক, সমালোচনা যেন উর্বশী রাউতেলার সমার্থক। একে-অপরের হাত ধরাধরি করে চলে! মডেল-অভিনেত্রীর কর্মকাণ্ডের জেরে কিছুতেই পিছু ছাড়ে না ট্রোলিং। বেফাঁস মন্তব্য করে চর্চার শিরোনামে থাকাতেও তাঁর জুড়়ি মেলা ভার। এবার কান ফিল্ম ফেস্টিভ্যালেও গিয়েও বিপাকে উর্বশী। পয়লা দিনে ৪০ কোটির পোশাক পরে ফ্রেঞ্চ রিভেরাঁর লাল গালিচায় এতক্ষণ ধরে পোজ দিচ্ছিলেন, যে তাতে রীতিমতো পশ্চিমী বিনোদুনিয়ার পাপারাজ্জিরা বিরক্ত হয়ে যান! দিন দুয়েক আগে কটাক্ষের মুখে পড়েও শিক্ষা নেননি! আবারও সেই একই ভুল আওড়ালেন ‘দাবিড়ি আইটেম গার্ল’। সোনা-হিরে খচিত ‘বিকিনি’ হাতে এমন দেখনদারি করছিলেন রেড কার্পেটে, যার জন্য দীর্ঘক্ষণ পিছনে দাঁড়ানো অপেক্ষারত হলিউড তারকারা রীতিমতো বিদ্রুপ করা শুরু করেন।

বৃহস্পতিবার কালার্স অফ টাইম (লা ভেন্যু দে ল্যা’ভেনির) স্ক্রিনিংয়ে গিয়েছিলেন উর্বশী রাওতেলা। সেখানেই থিয়েটারের সিঁড়িতে বিছানো লাল কার্পেটে দাঁড়িয়ে বিকিনি ক্লাচ ব্যাগ হাতে একের পর এক পোজ দিয়ে যাচ্ছিলেন ক্যামেরায়। পিছনে যে একাধিক তারকা দাঁড়িয়ে অপেক্ষমান, সেদিকে ভ্রুক্ষেপই নেই উর্বশীর। তিনি মজে ছিলেন নিজের ছন্দে। বেইজ রঙের ফিশকাট গাউনে মৎসকন্যা অবতারে ধরা দেন এদিন উর্বশী। হাতে সোনা, হিরে দিয়ে তৈরি বিকিনি প্যাটার্নের ক্লাচ ব্যাগ। যার দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা। আর সেই ব্যাগ হাতেই পাপারাজ্জিদের উদ্দেশে চুমু ছুড়ে যাচ্ছিলেন। উর্বশীর কীর্তি দেখে যারপরনাই বিরক্ত হয়ে যান পশ্চিমী বিনোদুনিয়ার তারকারা। এমনভাবে সিঁড়ির পথ আটকে ছবি তুলছিলেন যে সেখান দিয়ে কারও যাতায়াত করার মতো জায়গা ছিল না। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত কান-এর কার্পেট থেকে ভাইরাল হতেই বেজায় চটেছে ভারতীয় নেটিজেনরা। তাঁদের অভিযোগ, ‘এই একটা মহিলার জন্য ভারতের সম্মান নষ্ট হচ্ছে বিদেশে মাটিতে।’ আবার কারও মতে, ‘ভারতের ফার্স্ট লেডি যিনি ফ্রেঞ্চ রিভেরাঁয় সম্মান খোয়ালেন।’ এহেন নানা কটুক্তিতে ছেয়ে গিয়েছে নেটপাড়া। তবে উর্বশীর নাটক নিয়ে কটুক্তি যতই হোক, তাঁর হাতের বিকিনি ব্যাগ নিয়ে কিন্তু চর্চার অন্ত নেই।

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival) যোগ দেওয়া ভারতীয় সেলেবদের মধ্যে উর্বশী রাউতেলাও রয়েছেন। বরাবরই মডেল-অভিনেত্রীকে নিয়ে অনুরাগীমহলে আলাদা কৌতূহল রয়েছে। দেশের বাইরেও তাঁর ভক্তের সংখ্যা নেহাত মন্দ নয়! স্বাভাবিকভাবেই কান-এর গালিচায় নজর ছিল তাঁর দিকে। চড়া মেকআপ, রং-বাহারি পোশাক নিয়ে ইতিমধ্যেই কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। উর্বশীর কান লুক ভাইরাল হওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোল-মিমের পাহাড়। এবার সেই বিতর্কযজ্ঞেই ঘৃ়তাহূতির কাজ করল এই নতুন ভিডিও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement