Advertisement
Advertisement
Do Bigha Zameen

ফের রুপোলি পর্দায় বিমল রায়ের অমর সৃষ্টি! ভেনিসে প্রদর্শিত হবে কালজয়ী ‘দো বিঘা জমিন’

ছবিতে পরিচালক বিমল রায় তুলে ধরেছিলেন স্বাধীনতাত্তোর ভারতের প্রেক্ষাপট।

Do Bigha Zameen Venice Film Festival to screen 4K restored version of Bimal Roy’s ''Do Bigha Zamin''
Published by: Arani Bhattacharya
  • Posted:July 13, 2025 1:50 pm
  • Updated:July 13, 2025 1:51 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় চলচ্চিত্র জগতে মোড় ঘোরানো বা মাইলকলক সৃষ্টি করা কাল্ট ছবিগুলির মধ্যে একটি বিমল রায়ের ‘দো বিঘা জমিন’। যে ছবি আজও সব মহলে বিশেষ গুরুত্ব পায়। ১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিই ভারতীয় ছবিতে এক অন্য জোয়ার এনেছিল। ছবিতে পরিচালক বিমল রায় তুলে ধরেছিলেন স্বাধীনতাত্তোর ভারতের প্রেক্ষাপট। শুধু দেশেই নয় দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত হয়েছিল এই ছবি। একইসঙ্গে সপ্তম কান চলচ্চিত্র উৎসবে জিতেছিল গ্র্যান্ড পিক্সও। শুধু তাই নয় ফিল্মফেয়ারে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হওয়া এটিই ছিল প্রথম ছবি। সেই কাল্ট ছবি আবারও ফিরছে দর্শকের দরবারে। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফের প্রদর্শিত হবে কিংবদন্তি পরিচালক বিমল রায়ের ছবি ‘দো বিঘা জমিন’।

Advertisement
ফাইল ছবি

৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই কালজয়ী ছবির ৪কে সংরক্ষিত ভার্সন প্রদর্শিত হবে। সম্প্রতি পরিচালক বিমল রায়ের ১১৬তম জন্মবার্ষিকীতেই এই ঘোষণা করা হয়। আগামী ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর অবধি চলবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উল্লেখ্য, ১৯৪৮ সালে মুক্তি প্রাপ্ত ভিত্তোরিও ডি সিকার ছবি ‘বাইসাইকেল থিভস’ ছবি সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল। যে ছবির হাত ধরে সমগ্র চলচ্চিত্র দুনিয়াতেই এক নবজোয়ার আসে। বহু পরিচালকই এই ছবির দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাঁদের নানা ছবিতে ফুটে উঠেছে ‘বাইসাইকেল থিভস’ ছবির ছায়া। ব্যতিক্রম নন পরিচালক বিমল রায়ও। সেখান থেকেই তৈরি হয় ‘দো বিঘা জমিন’- এর মতো ছবি। পরবর্তীকালে তাঁর হাত ধরেই দর্শক পেয়েছে ‘দেবদাস’, ‘সুজাতা’, ‘মধুমতী’, ‘বন্দিনী’-এর মতো ছবি। এমনকি পরিচালক বিমল রায়ের এই ছবির হাত ধরে বাংলা বিনোদন জগতের তদানীন্তন বহু অভিনেতা-অভিনেত্রী মুম্বই পাড়ি দিয়েছিলেন। পরবর্তীতে তাঁরা বাংলা বিনোদন জগতে নিজেদের পরিচয় নিজেরাই তৈরি করেছেন। তাঁদের মধ্যে একজন হলেন ঋত্বিক ঘটক।

ফাইল ছবি

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত থাকবেন বিমল রায়ের কন্যা রিঙ্কি রায় ভট্টাচার্য, অপরাজিতা রায় সিংহ, পুত্র জয়বিমল রায় প্রমুখ। একসময়ে আন্তর্জাতিক স্তরে প্রশংসিত ছবির ফের আন্তর্জাতিক স্তরেই আরও একবার প্রদর্শিত হবে সেই খবরে উচ্ছ্বসিত কবি তথা গীতিকার গুলজার সাহেব। তিনি একে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, “এটি একটি অসাধারণ বিষয়। ‘দো বিঘা জমিন’ ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে। এই ছবিই ভারতীয় ছবিকে এক অন্য দিশা দেখিয়েছিল। অনেকেই হয়তো জানেন না এই ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ থেকে অণুপ্রাণিত।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ