Advertisement
Advertisement
Veena Kapoor

বেসবল ব্যাট দিয়ে ক্রমাগত আঘাত, ছেলের হাতে খুন বর্ষীয়ান অভিনেত্রী!

অভিযোগ, মাকে খুন করে ৯০ কিলোমিটার দূরের জঙ্গলে ফেলে আসে ছেলে।

Veteran actress Veena Kapoor allegedly murdered her over the property dispute | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 10, 2022 4:01 pm
  • Updated:December 10, 2022 4:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলের হাতে খুন হিন্দি টেলিভিশনের বর্ষীয়ান অভিনেত্রী বীণা কাপুর (Veena Kapoor)। এমনই অভিযোগ তোলপাড় মুম্বই। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। মনে করা হচ্ছে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই মাকে নৃশংসভাবে খুন করেছে ৪৩ বছরের ওই ব্যক্তি।

Advertisement

Veena-Kapoor 1

জানা গিয়েছে, বলিউড তারকা জিতেন্দ্রর বাড়ির কাছে মুম্বইয়ের ভিলে পারলে এলাকার অভিজাত আবাসনে থাকতেন ৭৪ বছরের অভিনেত্রী। গত মঙ্গলবার অর্থাৎ ৬ ডিসেম্বর আবাসনের সিকিউরিটি সুপারভাইজার পুলিশকে জানান, বীণা কাপুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার তদন্তে নেমেই নাকি পুলিশ এই খুনের বিষয়ে জানতে পারে।  তারপর বীণাদেবীর ৪৩ বছরের ছেলে শচীন কাপুরকে গ্রেপ্তার করা হয়।  অভিনেত্রীর পরিচারক ছোটু ওরফে লালুকুমার মণ্ডলকেও (২৫) এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।  

[আরও পড়ুন: প্রযোজনা সংস্থার সঙ্গে মতপার্থক্য, ‘মির্জা’ সিনেমা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা অঙ্কুশের]

হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন বীণা দেবী। তাঁর মৃত্যুর খবর শেয়ার করে দুঃখ প্রকাশ করেন অভিনেত্রী নীলু কোহলি। “বীণাজি আপনি এর থেকে অনেক ভাল কিছু ডিজার্ভ করেন। এই পোস্টটা শেয়ার করতে গিয়ে আমার বুক যন্ত্রণায় ফেটে যাচ্ছে। কী আর বলি? বহু বছরের কষ্টের পর অবশেষে শান্তির নিদ্রা পেলেন।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

দুই ছেলে বীণা কাপুরের। বড় ছেলে বিদেশে থাকেন। ৭৪ বছরের অভিনেত্রী থাকতেন ছোট ছেলের কাছে। শোনা গিয়েছে, ১২ কোটি টাকার একটি জমি নিয়ে ছেলের সঙ্গে বীণাদেবীর চূড়ান্ত ঝামেলা হয়। তার জেরেই বেসবল ব্যাট দিয়ে বৃদ্ধ মায়ের মাথায় ক্রমাগত আঘাত করতে থাকে অভিযুক্ত। ছেলের আঘাতে অভিনেত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েন।  মৃত মায়ের দেহ বাড়ি থেকে ৯০ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে মাথেরানের নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে আসে অভিযুক্ত। সূত্রের খবর, পুলিশের কাছে অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছে। খুব শিগগিরিই তাকে আদালতে তোলা হবে।  

[আরও পড়ুন: শ্রীলেখার মুকুটে নতুন পালক, ‘বাংলার কিংবদন্তি’ সম্মান পেলেন অভিনেত্রী ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ