Advertisement
Advertisement
Katrina Kaif Birthday

‘তুমিই যে আমার’, জন্মদিনে ক্যাটরিনাকে চুম্বন করে রোম্যান্টিক শুভেচ্ছাবার্তা ভিকি কৌশলের

'বার্থডে গার্ল' ক্যাটরিনা কাইফের উদ্দেশে আদুরে পোস্ট 'সুপারস্টার' স্বামী?

Vicky Kaushal kisses Katrina Kaif in birthday post
Published by: Sandipta Bhanja
  • Posted:July 16, 2025 4:00 pm
  • Updated:July 16, 2025 4:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশেষ মানুষের বিশেষ দিনে শুভেচ্ছাও বিশেষ হওয়া প্রয়োজন বইকী! ১৬ জুলাই জীবনের নতুন বছরে পা রাখলেন ক্যাটরিনা কাইফ। চল্লিশোর্ধ্ব অভিনেত্রী বর্তমানে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে খানিক দূরেই থাকেন! বরং ঘরকন্নায় এখন অনেক বেশিই মন তাঁর। শ্বশুর-শাশুড়ির ‘নয়নমণি’ ক্যাটরিনা এবার পড়লেন ৪২-এ। দেওর সানি কৌশল অবশ্য সাতসকালেই বউদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে স্ত্রীর জন্মদিনে ভিকি কৌশল শুভেচ্ছাবার্তার অপেক্ষাতেই ছিলেন অনুরাগীরা। বুধবার দুপুরে অবশেষে ক্য়াটসুন্দরীকে নিয়ে কলম ধরলেন তাঁর সুপারস্টার স্বামী।

Advertisement

স্ত্রী’র বলে কথা! ভিকি কৌশলের তরফে স্পেশাল পোস্ট তো বনতা হ্যায়! আশাহত করলেন না অভিনেতা। ব্যক্তিগত মুহূর্তের একগুচ্ছ অদেখা ছবি সোশাল মিডিয়ায় ফাঁস করে দিলেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক। প্রথমটিতে বার্থডে গার্ল-এর দুষ্টু-মিষ্টি মুহূর্ত। দ্বিতীয়টিতে ক্যাটরিনাকে আলিঙ্গন করে গালে আদুরে চুম্বন এঁকে দিতে দেখা গেল ভিকিকে। আর বাকি দুটো তাঁদের ভ্রমণ সফরের রোম্যান্টিক মুহূর্ত। কতিপয় শব্দে ক্যাপশনেও ভালোবাসা উজার করে দিলেন অভিনেতা। ভিকি লিখেছেন, ‘হ্যালো আমার বার্থডে গার্ল। ভালোবাসা নিও।’ আর সেই ছবিতেই অনুরাগীদের রসিক মন্তব্য, ‘আপনার মতো ভাগ্যবান কেউ নেই।’ আবার কারও প্রশ্ন, ‘ক্রাশকে বিয়ে করে কেমন লাগছে?’ ভিকির পাশাপাশি ক্যাটরিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর-সহ আরও অনেকে।

Vicky Katrina

বিয়ের বয়স সাড়ে তিন বছর। আরব সাগরের তীরে সুখের ঘরকন্না সাজিয়েছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। আর এর মধ্যেই কৌশল পরিবারের বউমা ক্যাট সুন্দরী একেবারে ঘোরতর সংসারী গিন্নি হয়ে উঠেছেন। কড়া হাতে সংসার খরচের পাই-পয়সার হিসেব রাখেন অভিনেত্রী। শুধু তাই নয়, পুজোআচ্চা করে ইতিমধ্যেই শাশুড়ির নয়নমণি হয়ে উঠেছেন ক্যাটরিনা। চলতিবছরের কুম্ভমেলাতেও শাশুড়ির সঙ্গে গিয়ে আস্থার ডুব দিয়ে এসেছিলেন অভিনেত্রী। বিয়ের পর সিনেমা নির্বাচনের ক্ষেত্রেও অনেকটা সচেতন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসর্টে সাত পাকে বাঁধা পড়েন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ ও বলিপাড়ার টল ডার্ক হ্যান্ডসাম ভিকি কৌশল। বিয়ের সময় লাল লহেঙ্গাতে দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। আর অন্যদিকে ভিকির শেরওয়ানিতে ছিল উজ্জ্বল রুপোলি রঙের ছোঁয়া। বিয়েতে ছবি তোলা নিষিদ্ধ হলেও তারপর অনুরাগীদের জন্য একাধিক ছবি পোস্ট করেন ভিকি-ক্যাট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ