সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবার যখন স্টেজে ওঠেন, হাজার হাজার মানুষ মন্ত্রমুগ্ধ করে দেন। রোদ-ঝড়-বৃষ্টি কিছু তাঁকে আটকাতে পারে না। যতক্ষণ গাইবেন বলে কথা দিয়েছেন, ততক্ষণ গাইতে থাকেন। মঙ্গলবার শিলিগুড়িতেও তার ব্যতিক্রম হল না। বৃষ্টির মধ্যেই গান চালিয়ে গেলেন অরিজিৎ সিং (Arijit Singh)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ছিল অরিজিতের কনসার্ট। গাড়িতে নয় ট্রেনে করেই এনজেপি স্টেশনে পৌঁছান সংগীতশিল্পী। তাঁর আগমনের খবর আগে থেকেই জেনে ফেলেছিলেন অনুরাগীরা। স্টেশন চত্বরে ভিড় জমে যায়। দৌঁড়ে স্টেশন থেকে বেরিয়ে যান অরিজিৎ। তারপর সোজা চলে যান কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। সেখানে ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।
সময় মেনেই কনসার্ট শুরু করেন অরিজিৎ। একের পর এক গান গেয়ে যেতে থাকেন তারকা। বৃষ্টির মধ্যেও চলতে থাকে তাঁর সুরেলা সফর।
Live in concert in Siliguri
🥺❤️— Priyaah (@Priya_1815)
গানের মাঝেই আবার অরিজিৎ জানান, এমন জায়গা খুঁজছেন যার ৪০-৫০ কিলোমিটারের মধ্যে কোনও হাসপাতাল বা স্কুল নেই। সেখানে যাতে এই পরিষেবা দিতে পারেন, সেই কারণেই কোটি কোটি টাকা নিয়ে এমন কনসার্ট জিয়াগঞ্জের ভূমিপুত্রের। যেখানে অনুরাগীর দেওয়া টুপি মাথায় পরে মন ভোলানো হাসি হাসতে পারেন।
হিন্দি টেলিভিশনের রিয়ালিটি শোয়ের মাধ্যমে মুম্বইয়ে নিজের সফর শুরু করেছিলেন অরিজিৎ। তারপর থেকে দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করেছেন। “ফির লে আয়া দিল…” গানের মাধ্যমে প্রথমবার জনপ্রিয়তা পান অরিজিৎ। তারপর থেকে তাঁর কণ্ঠের সম্মোহনে আচ্ছন্ন অনুরাগীরা। এখন নিজের শর্তে বাঁচেন অরিজিৎ। গ্ল্যামারের অহংকার ছেড়ে জিয়াগঞ্জের ছেলে হয়েই থাকেন। তাতে তাঁর জনপ্রিয়তায় কোনও আঁচ পড়েনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.