Advertisement
Advertisement
Vidya Balan

চুটিয়ে সঙ্গমের পর শুধু এক গ্লাস জল চাই! যৌনতা নিয়ে গোপন কথা ফাঁস বিদ্যা বালানের

আর কী বললেন অভিনেত্রী?

Vidya Balan Opened The Room Secret | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 2, 2022 4:14 pm
  • Updated:August 2, 2022 4:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার পর্দায় ‘ডার্টি পিকচার’ ছবির সিল্ক স্মিতা হয়ে শুধু নয়, বাস্তবেও বেশ বিন্দাস বিদ্যা বালান। যা বলেন তা একেবারেই খোলাখুলি। রাখঢাক ব্যাপারটা মোটেই তাঁর স্বভাবে নেই। তাই তো বিদ্যাকে যদি যৌনতা নিয়েও প্রশ্ন করা হয়, তাতেও ছক্কা হাঁকান। হ্যাঁ, সম্প্রতি এমনটাই ঘটল। করণ জোহরের রেডিও শো ‘কলিং করণে’ এসে যৌনতা প্রসঙ্গে একেবারে খুল্লমখুল্লা মন্তব্য করলেন বিদ্যা।

Advertisement

এই রেডিও শোয়ে করণ জোহর বিদ্যাকে স্পষ্ট জিজ্ঞাসা করেন কীরকম যৌনতা পছন্দ। আলোতে নাকি অন্ধকারে? বিদ্যার সোজা জবাব, হালকা আলো! করণের পরের প্রশ্নতেও ছক্কা হাঁকান বিদ্যা। করণ বিদ্যাকে জিজ্ঞাসা করেন, সিল্ক নাকি সুতির কাপড়! বিদ্যার পছন্দ, সুতির কাপড়। অন্যদিকে সঙ্গমের পর চকোলেট, গ্রিনটি বা মদ একেবারেই চলে না বিদ্যার। বরং এ ব্যাপারে বিদ্যার পছন্দ এক গ্লাস শুদ্ধ জল।

[আরও পড়ুন: ‘এক নম্বর নায়কদের সঙ্গে রাত কাটালেই কাজের অভাব হত না!’ বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত]

এখানেই আটকে থাকেননি বিদ্যা। যৌনতা প্রসঙ্গে বিদ্যা স্পষ্ট জানিয়েছেন, সঙ্গমের ক্ষেত্রে শুরুটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরুটা যদি রোমান্টিক হয়, তাহলে শেষটাও হবে পারফেক্ট।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

সিনেমার পর্দায় বহুদিন দেখা নেই বিদ্যার। তবে সম্প্রতি জলসা ওয়েব সিরিজে নজর কাড়েন বিদ্যা। তবে কিছু দক্ষিণী ছবির অফার রয়েছে বিদ্যার কাছে। সঙ্গে বেশ ওয়েব সিরিজের চিত্রনাট্যও পড়ছেন তিনি। এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনেও দেখা যায় তাঁকে। সম্প্রতি গুঞ্জনে এসেছিল বিদ্যা নাকি মা হতে চলেছেন। তবে এসব গুঞ্জনকে ফুঁ দিয়ে উড়িয়েছেন বিদ্য়া। বিদ্যার কথায়, ‘যেদিন মা হব সেদিন নিজেই জানাব সবাইকে’। 

[আরও পড়ুন: ‘এ ক্ষত সারবে না!’, ইউক্রেনের বাস্তুহারা মানুষের যন্ত্রণা দেখে কেঁদে ভাসালেন প্রিয়াঙ্কা চোপড়া]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ