Advertisement
Advertisement
Vijay Deverakonda

আরব আমির শাহিতে গোপনে ছুটি কাটাচ্ছেন বিজয়-রশ্মিকা! চলতি সপ্তাহেই বাগদান?

রশ্মিকা-বিজয়ের ছবি ভাইরাল।

Vijay Deverakonda to ring in Rashmika Mandanna's birthday in UAE
Published by: Akash Misra
  • Posted:April 4, 2024 1:49 pm
  • Updated:April 4, 2024 1:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোপনে বিয়ে করলেন তাপসী পান্নু। হাজার লুকোছাপা সত্ত্বেও ফাঁস হয়ে গেল তাপসী ও ম্যাথিয়াসের মালাবদলের ভিডিও। অন্যদিকে একেবারে চুপচাপ বাগদান সেরে ফেললেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। তাঁরা অবশ্য নিজেরাই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে সুখবর দিলেন। আর এবার কি গোপনে বাগদান সারতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মান্দানা? গুঞ্জন কিন্তু এমনটাই বলছে।

Advertisement

গুঞ্জনে রটেছে, রশ্মিকা আর বিজয় নাকি আরব আমির শাহিতে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন। খবর অনুযায়ী, ৩ এপ্রিল নাকি দুজনে একসঙ্গে দেশ সেরেছেন। ৫ এপ্রিল রশ্মিকার জন্মদিন। বিদেশের মাটিতে রশ্মিকার জন্মদিন পালন করতেই নাকি বিজয় প্ল্যান করে রশ্মিকাকে নিয়ে চম্পট দিয়েছেন।

ইন্ডাস্ট্রি সূত্র বলছে, শুধুই জন্মদিন নয়। চলতি সপ্তাহেই নাকি বাগদান সারবেন এই তারকা জুটি। শোনা গিয়েছে, দুজনের পরিবারের লোকজনও নাকি খুব শীঘ্রই আরব আমির শাহিতে পৌঁছবেন।

গত বছর থেকেই খবরে রয়েছেন রশ্মিকা ও বিজয়। শোনা গিয়েছে, চলতি বছরেই নাকি বিয়ে করবেন তাঁরা। এর আগে সোশাল মিডিয়ার হাত ধরে একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, দুবাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন রশ্মিকা ও বিজয়। শুধু দুজনেই নয়, রশ্মিকা নাকি দেখা করেছেন বিজয়ের পরিবারের সঙ্গেও। একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতেও দেখা গিয়েছে তাঁদের।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

দক্ষিণী ছবির অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) এখন ‘ন্যাশনাল ক্রাশ’। ইতিমধ্য়েই ‘পুষ্পা’ (Pushpa) ছবিতে তাঁর ‘স্বামী স্বামী’ (Shami Shami) নাচ দেখে গোটা দেশের পুরুষদের হৃদয়ে ঝড় উঠেছে। সেই রশ্মিকাই এবার পেয়ে গেলেন তাঁর প্রাণের স্বামীকে! গুঞ্জন বলছে, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার (Vijay Deverakonda) সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রশ্মিকা। বছর শেষেই ছাদনাতলায় দেখা যেতে পারে দক্ষিণের এই সুন্দরী অভিনেত্রীকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ