Advertisement
Advertisement
Vijay Karur stampede

পদপিষ্টকাণ্ডে ৪১ নিহতের পরিবারকে ভিডিও কল বিজয় থলপতির, দশদিন বাদে সম্বিত ফিরল?

'দায়িত্বজ্ঞানহীন' বলে হাইকোর্টের ভর্ৎসনার পর নিহতদের পরিবারকে ফোন বিজয় থলপতির।

Vijay video calls each family affected due to Karur stampede
Published by: Sandipta Bhanja
  • Posted:October 7, 2025 5:29 pm
  • Updated:October 7, 2025 5:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয় থলপতির রাজনৈতিক মিছিলে ভয়াবহ দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪১ জনের এবং আহতের সংখ্যা শতাধিক। সংশ্লিষ্ট ঘটনায় গত শনিবার মাদ্রাজ হাই কোর্টে দক্ষিণী সুপারস্টারকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে ভর্ৎসনাও করা হয়। এদিকে পদপিষ্টকাণ্ডকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ বিজেপি। অভিনেতাকে তোপ দেগে গেরুয়া শিবিরের একাংশ ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের আঁচ পাওয়ার অভিযোগও তুলেছে। লাগাতার কটাক্ষের মুখে পড়ে এবার দিন দশেক বাদে কারুরের ‘অভিশপ্ত’ মিছিলে নিহতদের পরিবারকে ভিডিও কল করে কথা বললেন বিজয় থলপতি।

Advertisement

তামিল সুপারস্টারের টিমের তরফে জানা গিয়েছে, ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ নেতা বিজয় থলপতি ইতিমধ্যেই চার-পাঁচ জন নিহতের পরিবারের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করেছেন। তাঁদের স্ত্রী, সন্তানদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন নেতা-অভিনেতা। শুধু তাই নয়, সশরীরে নিজে প্রত্যেকের বাড়িতে গিয়ে দেখা করবেন বলেও জানিয়েছেন বিজয়। কিন্তু নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে এতদিন সময় লেগে গেল? প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়! এপ্রসঙ্গে বিজয় জানিয়েছেন, “সাময়িক কিছু সমস্যার জন্যই দেরি হয়েছে।”

ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, প্রতিটা পরিবারের সঙ্গে অন্তত ২০ মিনিট করে কথা বলেছেন বিজয় থলপতি। সমবেদনা জানিয়ে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। তার আগেই নেতা-অভিনেতার টিমের তরফে সকলকে সতর্ক করে দেওয়া হয়েছিল, তাঁরা যেন ভিডিও কলে কথোপকথনের সময়ে অভিনেতার স্ক্রিনশট না নেন। উল্লেখ্য, যদিও ঘটনার চব্বিশ ঘণ্টা পরই প্রত্যেক নিহতের পরিবারকে ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন, তবে তাঁকে ঘিরে বিতর্ক সেখানেই থামেনি! বিজেপির তরফে এই ঘটনাকে পূর্বপরিকল্পিত এবং ষড়যন্ত্র বলে তোপ দাগা হয়েছে। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা ভোটের প্রাক্কালে আদালতেও মুখ পুড়েছে ‘টিভিকে’ দলনেতার।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ