Advertisement
Advertisement
Maha Kumbh girl Monalisa

ভাইরাল হয়েও কর্পূরের মতো উবে যাননি! মহাকুম্ভের মোনালিসা এবার মিউজিক ভিডিওতে

'বলিউড রেডি' মহাকুম্ভের ভাইরালকন্যা।

viral Maha Kumbh girl Monalisa's Music Video shoot
Published by: Sandipta Bhanja
  • Posted:May 22, 2025 4:46 pm
  • Updated:May 22, 2025 4:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইরাল হওয়ার পর মাসখানেক সোশাল মিডিয়ায় রাজত্ব করে অনেকে উধাও হয়ে যান! সেই তালিকা খুব একটা নাতিদীর্ঘ নয়। রানু মণ্ডল থেকে বাদামকাকু, কিলি পলের মতো একাধিক সোশাল মিডিয়া সেনসেশন রাতারাতি স্টার হওয়ার পর হারিয়ে গিয়েছেন। হুজুগে মেতে আবার অনেকের ভাগ্য বদলও হয়েছে। তবে ভাইরাল স্টার-দের আচমকা ‘উবে’ যাওয়ার সংখ্যাই বেশি! তবে মহাকুম্ভের মোনালিসা ভোঁসলে কিন্তু ভাইরাল হওয়ার পর কর্পূরের মতো উবে যাননি, বরং তাঁর সিনেমার কাজ আপাতত স্থগিত থাকলেও নতুন মিউজিক ভিডিওতে শুটিং করে ফেলেছেন তিনি।

লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া মানেই গ্ল্যামার। সেই গ্ল্যামারের পরত লেগেছে মহাকুম্ভের মোনালিসার চেহারাতেও। সেটা গত মাসে এক মালয়ালি অনুষ্ঠানেই দেখা গিয়েছিল। কোঁকড়া চুল। ঝকঝরে ত্বক। মুখে স্নিগ্ধ হাসি। বিড়ালাক্ষী নয়ন। কেতাদুরস্ত সাজপোশাকে একেবারে ভোল বদলে ফেলেছেন মোনালিসা ভোঁসলে। তিনি যে ইতিমধ্যেই ‘বলিউড রেডি’, সেটা হাবেভাবেই বুঝিয়ে দিয়েছেন। মিউজিক ভিডিওর শুটিংয়েও তার ব্যতিক্রম হয়নি। শুটিং সেট থেকে ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেল, তাঁর পরনে সাদা সালোয়ার। খোলা স্ট্রেটলিং করানো চুল। ধনুকের মতো বাঁকা ভ্রুযুগল। মোনালিসার নায়িকাসুলভ চেহারা দেখে পাগল প্রায় অবস্থা অনুরাগীদের। যদিও কোন মিউজিক ভিডিওতে দেখা যাবে মোনালিসা ভোঁসলেকে? সেটা এখনও জানা যায়নি। তবে খুব শিগগিরিই নাম প্রকাশ্যে আসবে বলে জানা গিয়েছে।

মহাকুম্ভই ঘুরিয়ে দিয়েছিল ভাগ্যের চাকা। প্রয়াগরাজে পা রেখে রাতারাতি সেনসেশন হয়ে উঠেছিলেন পাথরের মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলে। খারগাঁওয়ের এই ষোড়শীর বলিউডের পর্দায় পা রাখার কথা ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবি দিয়ে। ফিল্মি পিচে পা দেওয়ার আগে নানা অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিকবার ‘টেস্ট রান’ও দিয়েছেন। তবে ধর্ষণের অভিযোগে পরিচালক সনোজ মিশ্র গ্রেপ্তার হওয়ায় সেই সিনেমার কাজ আপাতত বিশ বাওঁ জলে! গত এপ্রিল মাসেই শ্রীঘরে ঠাঁই হয়েছিল পরিচালকের। তবে সেইজন্য কিন্তু মোনালিসার কেরিয়ার থেমে থাকেনি। সিনেমার কাজ হোক বা না হোক! এবার নতুন মিউজিক ভিডিওর শুটিং সারলেন মহাকুম্ভের ভাইরাল গার্ল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement