সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাইলস ট্রিলজির শেষ ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’র মুক্তি নিয়ে ব্যস্ত। আগামী ৫ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। তার মাঝেই এই ছবি নিয়ে নানা জটিলতার তৈরি হয়েছে। কলকাতার বুকে ছবির ট্রেলার প্রদর্শনে বাধা সৃষ্টি হওয়ার পর থেকেই এই ছবি বেশ চর্চায়। এবার নাকি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগে প্রাণনাশের হুমকি পাচ্ছেন পরিচালক, এমনটাই তাঁর দাবি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, “আমার স্ত্রী, সন্তান নিয়ে একটা পরিবার আছে। আমি আমার পরিবার নিয়ে ঠিক যতটা চিন্তিত ততটাই আমার দেশের পরিস্থিতি নিয়ে। আমাদের দেশের আমাদের সমস্যা হল এদেশে আমাদের সামাজিক-রাজনৈতিক ছবি তৈরির ইতিহাস রয়েছে। বহু আমি পরিচালকই এই ধরনের ছবি বানিয়েছেন। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে এরকম ইতিহাসনির্ভর ছবি বানানোই মুশকিল হয়ে পড়েছে। কজন আর সত্যিটা দেখানোর সাহস রাখেন? আমাদের ভারতীয় বিনোদুনিয়ার ইতিহাসে স্বাধীনতা সংগ্রাম নিয়ে বহু ছবি তৈরি হয়েছে। আমিও সেভাবেই একটা সত্যি ঘটনা সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু আমার ছবিকে কেন প্রোপাগান্ডা ছবি বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। শুধু তাই নয় এই ছবি বানানোর জন্য আমাকে রীতিমতো প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, গত ১৬ আগস্ট কলকাতার বুকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানেই ধুন্ধুমার হয়। এরপর থেকেই এই ছবি আদৌ বাংলার বুকে মুক্তি পাবে কিনা তা নিয়ে নানা প্রশ্ন জেগেছে সকলের মনেই। এককথায় বলতে গেলে ছবি মুক্তি ঘিরে সিঁদুরে মেঘ দেখেছেন ছবির পরিচালক-কলাকুশলি থেকে শহরের বিভিন্ন সিনেমাহলের মালিকরা। এবার ছবি মুক্তির আগে ‘দ্য বেঙ্গল ফাইলস’ কলকাতায় মুক্তি পাওয়া নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষ আর্জি জানালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। নিজের সোশাল মিডিয়ায় মঙ্গলবার একটি ভিডিও পোস্ট করে তিনি এই ছবি মুক্তির আর্জি জানান মুখ্যমন্ত্রীর কাছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.