Advertisement
Advertisement
The Bengal Files Trailer

কলকাতায় ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চে ধুন্ধুমার, ঝলকেই বিভাজনের উসকানি বিবেকের?

'ডিরেক্ট অ্যাকশন ডে'তে 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার।

Vivek Agnihotri helmed The Bengal Files trailer launch in kolkata
Published by: Sandipta Bhanja
  • Posted:August 16, 2025 3:38 pm
  • Updated:August 16, 2025 7:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনি ঝঞ্ঝাট কাটিয়ে স্বাধীনতা দিবসের পরদিন মুক্তি পেল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার। ‘ডিরেক্ট অ্যাকশন ডে’র বিভীষিকাময় স্মৃতি উসকে দিতে, সেই দিনটিকেই ট্রেলার লঞ্চের সময় হিসাবে বেছে নিয়েছেন বিবেক। কলকাতায় ট্রেলার মুক্তি নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলেছেন পরিচালক। তাঁর অভিযোগ, রাজনৈতিক চাপেই নাকি কলকাতায় ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বাতিল হয়েছে! এদিকে পরিচালকের বিরুদ্ধে পালটা অভিযোগ, তিনি পুরসভার কাছে অনুমতি নেননি।

Advertisement

‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চ নিয়ে শনিবার একপ্রকার ধুন্ধুমার পরিস্থিতি শহরে! কিন্তু সেইসঙ্গেই প্রশ্ন উঠেছে, পুরসভার অনুমতি না নিয়েই বিবেক অগ্নিহোত্রী কীভাবে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেছিলেন? কিংবা তারকাখচিত গোটা টিম নিয়ে শহরে প্রচার করতেন? কারণ একাধিক তারকা সমাবেশ থাকলে সেক্ষেত্রে বাড়তি পুলিশি নিরাপত্তার প্রয়োজন। শুধু তাই নয়, তাঁর তোলা ‘রাজনৈতিক চাপে’র অভিযোগের প্রেক্ষিতেও কোনওরকম প্রমাণ বিবেক এখনও দেখাতে পারেননি। তবে নানা টালবাহানার পর শনিবার শেষমেশ ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার প্রকাশ্যে এসেছে। এবং সেই প্রচারঝলক দেখেই নেটপাড়ার একাংশের প্রশ্ন, ট্রেলার লঞ্চের অনুষ্ঠানকে আলাদা করে লাইমলাইটে আনতে কিংবা সিনেমার প্রচারস্বার্থেই এটা ‘পাবলিসিটি স্টান্ট’ নয় তো? এদিকে কলকাতা সফরে এসে বিজেপির পার্টি অফিসেও ঢুঁ মারেন পরিচালক। জানা যায়, সেখানে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলারও দেখিয়েছেন তিনি। আর সেখানেই রাজনৈতিক যোগের জল্পনা উসকে দেন বিবেক অগ্নিহোত্রী।  

ঠিক কী দেখা গেল ট্রেলারে? অবিভক্ত বাংলার সাম্প্রদায়িক হিংসার ঘটনা কীভাবে দিল্লির রাজনীতিতে প্রভাব ফেলেছিল, সেই ঘটনাই পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক। পড়ন্ত বিকেলে গঙ্গার জলে সূর্যের আভা, হাওড়া ব্রিজ… কলকাতার প্রেক্ষাপটে বিবেকের সিনেম্যাটিক ফ্রেমে ফুটে উঠেছে দেশভাগের সময়কার কথা। জিন্নাহর সাম্প্রদায়িক বীজ বপনের ষড়যন্ত্রের কথা। মেরুকরণের রাজনীতি। আর ধর্মীয় ধ্বজাধারীদের অত্যাচারে সাধারণ মানুষের প্রাণহানির কাহিনি দেখা গেল। তবে প্রেক্ষাপট ১৯৪৬ সালের ১৬ আগস্ট হলেও একাধিক দৃশ্যে সাম্প্রদায়িক বিভাজন উসকে দেওয়া সংলাপ রাখার অভিযোগও উঠেছে। এদিকে বিবেক অগ্নিহোত্রী ট্রেলার লঞ্চের ঘটনা নিয়ে বলছেন, “সত্যজিৎ রায়ের মাটিতে দাঁড়িয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, ভাবিনি।” ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়, গোপাল পাঁঠার চরিত্রে সৌরভ দাস। গান্ধীজির ভূমিকায় অনুপম খের এবং সন্ন্যাসিনীর চরিত্রে দেখা গেল পল্লবী যোশিকে।

বিবেক অগ্নিহোত্রীর ‘ফাইলস’ ট্রিলজির তৃতীয় রাজনৈতিক থ্রিলার ‘দ্য বেঙ্গল ফাইলস’। খবর আগেই ছিল যে ‘তাসখন্দ ফাইলস’, ‘কাশ্মীর ফাইলস’ ছবির পর বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ছবি বানাতে চলেছেন পরিচালক। গতবছর অক্টোবর মাসে ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এনে বিবেক হইচই ফেলে দিয়েছিলেন। এই ছবির নাম তখন ‘দ্য দিল্লি ফাইলস’ ছিল। তবে সাবলাইনে উল্লিখিত ছিল ‘দ্য বেঙ্গল চ্যাপ্টারে’র কথা। পরে অবশ্য দর্শকদের ঘাড়ে বন্দুক রেখে বিবেক ছবির নাম বদলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ করে ফেলেন। জুন মাসে ছবির ঝলকে যে রোমহর্ষক কোলাজ দেখিয়েছিলেন, তাতে প্রশ্ন উঠেছিল, বিবেক কি কোনও অভিসন্ধি নিয়েই বাংলার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নিজের সিনেমার নাম বদলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ রাখলেন?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement