Advertisement
Advertisement
The Bengal Files

বিদেশে দেখানো হবে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’, কেন এই সিদ্ধান্ত?

১৯ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত চলবে মার্কিন মুলুকে ছবির প্রদর্শনী।

Vivek Agnihotri on 10 US premieres of Bengal Files
Published by: Arani Bhattacharya
  • Posted:June 29, 2025 7:51 pm
  • Updated:June 29, 2025 7:51 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘ফাইলস’ ট্রিলজির তৃতীয় ছবি হতে চলেছে ‘দ্যা বেঙ্গল ফাইলস’। যদিও ‘দ্যা কাশ্মীর ফাইলস’ চূড়ান্ত সাফল্য পাওয়ার পরে পরিচালকের পরিকল্পনা ছিল দিল্লির রাজনৈতিক প্রেক্ষাপটে ছবি বানানোর। তবে সেখানে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটও যে তুলে ধরা হবে সেই আঁচ আগেই করা গিয়েছিল। তবে মুক্তির আগেই বেমালুম ছবির নাম বদলে দিয়েছেন পরিচালক। যদিও তিনি এই নিয়ে সাফাই দিয়েছিলেন যে দর্শকের চাহিদাকে প্রাধান্য দিয়েই তিনি এহেন নামকরণ করেছেন।

Advertisement

এই ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছে। বাংলাকে যেভাবে ছবির মাধ্যমে তুলে ধরা হচ্ছে নেতিবাচক ইঙ্গিতে তা কখনই গ্রহণযোগ্য নয়, এই দাবি জানিয়ে অনেকেই পরিচালকের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। দায়ের হয়েছিল বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে অভিযোগও। এবার এই ছবি নিয়ে বড়সড় আপডেট দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন যে, তাঁর ‘ফাইলস’ ট্রিলজির তৃতীয় এই ছবি নাকি মুক্তির আগেই প্রদর্শিত হবে মার্কিন মুলুকের ১০টি প্রেক্ষাগৃহে। যার মধ্যে রয়েছে নিউ জার্সি, হাউসটন, শিকাগো, আটলান্টা, ওয়াশিংটন ডিসি, রেলি, টাম্পা, ফোনিক্স, লস এঞ্জেলস ও সান ফ্রানসিসকোর সিনেমাহলে। আগামী ১৯ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত চলবে মার্কিন মুলুকে এই ছবির প্রদর্শনী। কেন এমন সিদ্ধান্ত সে প্রসঙ্গে পরিচালক আরও জানিয়েছেন, “ফাইলস ট্রিলজির এর আগের ছবি ‘কাশ্মীর ফাইলস, মুক্তি পাওয়ার পর আমরা প্রভূত সাফল্য পেয়েছি। বক্সঅফিসে সেই ছবি বিপুল ব্যবসা করেছে। তাই তার উপর ভর করেই আমরা আগামী এই ছবিকে মুক্তির আগে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করছি। যাতে ভারতের রাজনৈতিক অবস্থান বিশ্বের সামনে তুলে ধরতে পারি। সেই কারণেই বিশ্বের দরবারে এই ছবি প্রদর্শনের কথা আমরা ভেবেছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ