Advertisement
Advertisement

Breaking News

The Bengal Files

সেন্সরের গেরো, শেষ মুহূর্তে পিছোল বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মুক্তি

শুধু দেশে নয়, বিদেশেও সেন্সরের 'চাপে' পরিচালক বিবেক অগ্নিহোত্রীর রাজনৈতিক থ্রিলার।

Vivek Agnihotri’s Bengal Files Release Postponed In Overseas Market Due To Censorship
Published by: Sandipta Bhanja
  • Posted:September 3, 2025 9:16 pm
  • Updated:September 3, 2025 9:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির আগে একের পর এক বিতর্কে ‘দ্য বেঙ্গল ফাইলস’। বিবেক অগ্নিহোত্রীর ‘ফাইলস’ ট্রিলজির তৃতীয় রাজনৈতিক থ্রিলার ছবি। কখনও বাংলার ইতিহাস বিকৃতির অভিযোগ পরিচালকের বিরুদ্ধে, আবার কখনও বা ‘সস্তা সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়ার’ অভিযোগ তাঁর বিরুদ্ধে। বিবেকের দাবি, সিনেমা মুক্তির আগে প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি। নেতিবাচক হোক কিংবা ইতিবাচক, সবমিলিয়ে রিলিজের প্রাক্কালে চর্চার শিরোনামে ‘দ্য বেঙ্গল ফাইলস’। এবার খবর, শুধু দেশে নয়, বিদেশের আঙিনাতেও সেন্সরের গেরোয় পড়তে হয়েছে বিবেকের ছবিকে।

Advertisement

কথা ছিল, সেপ্টেম্বর মাসের ৫ তারিখ মুক্তি পাবে ‘দ্য বেঙ্গল ফাইলস’। কিন্তু বলিউড মাধ্যম সূত্রে খবর, নির্ধারিত দিনে ভারতে মুক্তি পেলেও আন্তর্জাতিক ময়দানের বেশকিছু জায়গায় এদিন রিলিজ করছে না ছবিটি। কারণ সেসব দেশের তরফে এখনও পর্যন্ত সেন্সরের ছাড়পত্র মেলেনি। দিন দুয়েক আগে পর্যন্ত এহেন গুঞ্জন শোনা গিয়েছে, এবার তাতেই সিলমোহর বসাল প্রযোজনা সংস্থা। আনুষ্ঠানিকভাবে তাঁদের তরফে জানানো হয়েছে, ‘মরিশাসে এখনও সেন্সরের ছাড়পত্র পাওয়া যায়নি। আর সেই প্রেক্ষিতেই সেদেশে আপাতত মুক্তি পাচ্ছে না ‘দ্য বেঙ্গল ফাইলস’। খুব শিগগিরিই মরিশাসের রিলিজ ডেট জানানো হবে।’

এমন আবহেই জানা গিয়েছে, আরব আমিরশাহী, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকংয়ের সেন্সর বোর্ড এখনও ছবিমুক্তিতে সবুজ সংকেত দেয়নি। কারণ সামাজিক-রাজনৈতিক ইস্যুর প্রেক্ষাপটে নির্মিত সিনেমাগুলি তাঁরা রীতিমতো আতসকাচের নিচে রেখে তারপর ছাড়পত্র দেয়। আর সেই অনুমতিপত্র না মেলায় বিদেশের একাধিক জায়গায় পিছোল ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মুক্তি। উল্লেখ্য, এই ছবিতে মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার এবং পল্লবী যোশী-সহ বিশিষ্ট অভিনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। বিশেষ ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement