সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ আগস্ট রিলিজ। তার প্রাক্কালেই সেন্সরের গেরোয় হৃতিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আডবানি অভিনীত ‘ওয়ার ২’। বলিউড মাধ্যম সূত্রে খবর, সিনেমার একাধিক দৃশ্য, সংলাপ নিয়ে আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। শুধু তাই নয়, কমিয়ে দেওয়া হয়েছে সিনেমার দৈর্ঘ্যও।
যশরাজ ফিল্মসের ‘গোয়েন্দা ব্রহ্মাণ্ড’ নিয়ে বরাবরই দর্শক-অনুরাগীদের কৌতূহল থাকে। কারণ দমদার অ্যাকশন, ঝকঝকে গ্রাফিক্স সহযোগে বিগত কয়েক বছরে বলিউডের তাবড় সুপারস্টারদের নিয়ে পর্দায় ম্যাজিক দেখিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া। সেই তালিকায় যেমন শাহরুখ-সলমন রয়েছেন, তেমনই হতিক রোশনও। তালিকায় নতুন সংযোজন দক্ষিণী সুপারস্টার নন্দমুরি তারক রামা রাও জুনিয়র ওরফে এনটিআর জুনিয়র। গত শুক্রবার ‘ওয়ার ২’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার প্রকাশ্যে এনেও শোরগোল ফেলে দেয় যশরাজ ফিল্মস। তবে মুক্তির মাত্র দিন কয়েক আগেই সেন্সরের কাঁচিতে মেগাবাজেট সিনেমায় ৬টি বদল আনা হয়েছে।
জানা গেল, সিনেমার কিছু দৃশ্যের সংলাপ অনুপযুক্ত বলে মনে হয়েছে সিবিএফসির। ‘অশ্লীল’ একটি সংলাপ পুরোটাই ছেঁটে ফেলা হয়েছে। সেই বিতর্কিত সংলাপের পরই ওই দৃশ্যে এক ‘কুরুচিকর অঙ্গভঙ্গি’র দৃশ্য ছিল। সেটাও বাদ পড়েছে। খোলামেলা দৃশ্যেও আপত্তি ‘সংস্কারি’ সেন্সরের। ৯ সেকেন্ডের যৌন আবেদনমূলক দৃশ্য ছাঁটাই করা হয়েছে। সূত্রের খবর, কিয়ারা আডবানির বিকিনি পরিহিত দৃশ্য নিয়েও নাকি আপত্তি! সবমিলিয়ে ‘ওয়ার ২’ নির্মাতাদের হাতে U/A সার্টিফিকেট ধরালো সেন্সর বোর্ড। আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল, তেলেগু ভাষাতে মুক্তি পাবে ছবি। উল্লেখ্য, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.