Advertisement
Advertisement
War 2

ডান্স ফ্লোরেও সম্মুখ সমরে হৃতিক-জুনিয়র এনটিআর! বলিউড-দক্ষিণের যুদ্ধে কে জিতল?

'জনাব-এ-আলি'র পয়লা ঝলকেই কাঁপন নেটভুবনে।

War 2: Jr NTR, Hrithik Roshan's dance-off song Janaab-e-Aali
Published by: Sandipta Bhanja
  • Posted:August 7, 2025 12:29 pm
  • Updated:August 7, 2025 5:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে ‘বলিউডের মাইকেল জ্যাকসন’ হৃতিক রোশন, অন্যদিকে ‘নাটু নাটু’ নাচের জন্য বিশ্বমঞ্চে প্রশংসিত জুনিয়র এনটিআর। ‘ওয়ার ২’-এর নতুন গানেই উন্মাদনার পারদ তুঙ্গে। এ বলে আমায় দেখ তো, ও বলে আমায়…। বলিউড-দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির বক্স অফিস যুদ্ধ এবার ডান্স ফ্লোরে! বৃহস্পতিবার যশ রাজ ফিল্মস-এর তরফে ‘জনাব-এ-আলি’ গানের মাত্র ৩৫ সেকেন্ডের ঝলক প্রকাশ্যে আনতেই সোশাল পাড়ায় ঝড়। হৃতিক রোশন, জুনিয়র এনটিআর কেউ কাউকে সূচাগ্র মেদিনি ছাড়তে নারাজ। আর সেই গানের পয়লা ঝলকেই বুঁদ বলিউড-দক্ষিণের সিনে অনুরাগীরা। বিবাদ ভুলে একসঙ্গে গলা ফাটাচ্ছেন দুই ইন্ডাস্ট্রির দুই মহাতারকার জন্য। 

Advertisement

যশরাজ ফিল্মসের ‘গোয়েন্দা ব্রহ্মাণ্ড’ নিয়ে বরাবরই দর্শক-অনুরাগীদের কৌতূহল থাকে। কারণ দমদার অ্যাকশন, ঝকঝকে গ্রাফিক্স সহযোগে বিগত কয়েক বছরে বলিউডের তাবড় সুপারস্টারদের নিয়ে পর্দায় ম্যাজিক দেখিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া। সেই তালিকায় যেমন শাহরুখ-সলমন রয়েছেন, তেমনই হতিক রোশনও। তালিকায় নতুন সংযোজন দক্ষিণী সুপারস্টার নন্দমুরি তারক রামা রাও জুনিয়র ওরফে এনটিআর জুনিয়র। ‘ওয়ার ২’-এর গল্প অনুযায়ী দুই সিনে ইন্ডাস্ট্রির দুই তারকাকে দেখা যাবে একে-অপরের সম্মুখ সমরে। এবার দেখা গেল, ডান্স ফ্লোরেও কেউ কাউকে ছেড়ে কথা বললেন না। শরীরী হিল্লোলে যেমন ঝড় তুললেন ‘গ্রিক গড’ হৃতিক রোশন, তেমনই ডান্স স্টেপের মারপ্যাঁচে পাল্লা দিলেন দক্ষিণী সুপারস্টার। যা দেখে নেটপাড়ার মন্তব্য, ‘এবার একেবারে শেয়ানে শেয়ানে টক্কর।’ আবার কারও ভবিষ্যদ্বাণী, ‘ভারতীয় সিনেদুনিয়ার দুই সুপারস্টারের এহেন পারফরম্যান্স ইতিহাস তৈরি করবে।’ যদিও আপাতত এই ঝলকেই সন্তুষ্ট থাকবে হবে অনুরাগীদের, কারণ পুরো গান প্রেক্ষাগৃহেই দেখা যাবে। 

প্রসঙ্গত, ‘ওয়ার ২’ ছবির সঙ্গে ইতিমধ্যেই হলে স্লট পাওয়া নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে দক্ষিণী ছবি ‘কুলি’র। ছবিতে জুনিয়র এনটিআর থাকলেও দক্ষিণী বলয়ে রজনীকান্তের সিনেমার জন্য যে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে হৃতিককে, সেটা রিলিজের আগে থেকেই বেশ বোঝা যাচ্ছে। কারণ ১৪ আগস্ট ওই একই দিনে মুক্তি পাচ্ছে ‘ওয়ার ২’ এবং ‘কুলি’। দক্ষিণী সিনেমা ইতিমধ্যেই মার্কিন মুলুকে শোরগোল ফেলে দিয়েছে। সেই প্রেক্ষিতে যশ রাজ ফিল্মস-এর এই গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজি বক্স অফিসের ইদুঁরদৌড়ে কতটা টেক্কা দিতে রজনীকান্তের ছবিকে? নজর থাকবে সেদিকে। তবে গানের ঝলকেই যে উন্মাদনার পারদ চড়িয়েছেন দুই ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার, সেটা যে ব্যবসার পালেও হাওয়া জোগাবে, তেমনটা আশা করাই যায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ