সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশরাজ ফিল্মসের ‘গোয়েন্দা ব্রহ্মাণ্ড’ নিয়ে বরাবরই দর্শক-অনুরাগীদের কৌতূহল থাকে। কারণ দমদার অ্যাকশন, ঝকঝকে গ্রাফিক্স সহযোগে বিগত কয়েক বছরে বলিউডের তাবড় সুপারস্টারদের নিয়ে পর্দায় ম্যাজিক দেখিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া। সেই তালিকায় যেমন শাহরুখ-সলমন রয়েছেন, তেমনই হতিক রোশনও। তালিকায় নতুন সংযোজন দক্ষিণী সুপারস্টার নন্দমুরি তারক রামা রাও জুনিয়র ওরফে এনটিআর জুনিয়র। শুক্রবার ‘ওয়ার ২’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার প্রকাশ্যে এনেও শোরগোল ফেলে দিল যশরাজ ফিল্মস।
ট্রেলারের শুরু থেকে শেষ অবধি দুর্ধর্ষ অ্যাকশনে মাতিয়ে রাখলেন হৃতিক রোশন। তবে আড়াই মিনিটের ঝলকে সবথেকে বেশি নজর কাড়ল হৃতিক-কিয়ারার অ্যাকশন সিকোয়েন্স। সেই লাখ টাকার দৃশ্য সিনেপর্দায় দেখার জন্য দর্শক-অনুরাগীরা মুখিয়ে থাকবেন, সেটা আন্দাজ করাই যায়। পাশাপাশি জুটির রোম্যান্সের ঝলকও দেখা গেল ট্রেলারে। কখনও অস্ত্র হাতে একের পর এক শত্রুকে প্রতিহত করছেন হৃতিক,আবার কখনও বা যুদ্ধে ক্ষতবিক্ষত রক্তাক্ত চেহারায় তাক লাগালেন। কখনও আবার নেকড়ের সঙ্গে হেঁটে আসছেন এক্কেবারে নায়কোচিত ভঙ্গিমায়। উল্লেখ্য, এই সিনেমার হাত ধরেই প্রথমবার অ্যাকশন অবতারে ধরা দেবেন কিয়ারা আডবানি। ছবিতে হৃতিকের সঙ্গে সম্মুখ সমরে দেখা যাবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা এনটিআরকে। উল্লেখ্য, টিজারে তাঁর উপস্থিতির দৈর্ঘ্য স্বল্প থাকলেও ট্রেলারে একেবারে অ্যাকশন প্যাকড অবতারে ধরা দিলেন দক্ষিণী তারকা।
প্রসঙ্গত,‘RRR’ সিনেমার সাফল্যের পর থেকেই বলিউডের নেক নজরে রয়েছেন নন্দমুরি তারক রামা রাও জুনিয়র ওরফে এনটিআর জুনিয়র। ভালো হিন্দিও বলতে পারেন তিনি। এবার যশরাজের গোয়েন্দা ব্রহ্মাণ্ডে হৃতিকের বিপরীতে কতটা তাক লাগান? সেদিকে নজর থাকবে। আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল, তেলেগু ভাষাতে মুক্তি পাবে ছবি। উল্লেখ্য, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’। আগামীতে ‘ওয়ার ২’ ছাড়াও দেখা যাবে ‘টাইগার ৩’ ও ‘টাইগার ভার্সাস পাঠান’-এর মতো সিনেমা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.