Advertisement
Advertisement
Anuparna Roy

‘বাংলার মেয়েদের জয়’, ভেনিস জয়ী বঙ্গকন্যা অনুপর্ণাকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় বঙ্গকন্যার।

WB CM Mamata Banerjee congratulate Purulia-born filmmaker Anuparna Roy
Published by: Sayani Sen
  • Posted:September 8, 2025 12:08 pm
  • Updated:September 8, 2025 1:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে বাঙালি কন্যার জয়জয়কার। ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় চিত্রপরিচালক অনুপর্ণা রায়ের (Anuparna Roy)। সোমবার X হ্যান্ডেলে তাঁকে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মমতা লেখেন, “আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই। অনুপর্ণা বিশ্বখ্যাত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন, চলচ্চিত্রের জগতে যেটাকে কার্যত পৃথিবী জয় বলা যায়।এই শাখায় এই সম্মান তাঁর আগে কোনো ভারতীয় পরিচালক পান নি। তাঁর মা-বাবা কুলটিতে থাকেন, তাঁদের শিকড় আছে জঙ্গলমহলে, রাঙামাটিতে। আমি মনে করি, তাঁর মুকুটপ্রাপ্তি আমাদের বাংলার মেয়েদের জয়।” মুখ্যমন্ত্রী চান, “অনুপর্ণা অনেক এগিয়ে যান, আমাদের মুখ আরও উজ্জ্বল করুন।”

নিতুড়িয়ার সরবড়ির কাছে নারায়ণপুরের একসময়ের বাসিন্দা অনুপর্ণা। এলাকার সকলে তাঁকে ‘মাম্পি’ নামেই চেনেন। নিতুড়িয়ার রানিপুর হাইস্কুলের ছাত্রী। ফার্স্ট ডিভিশন হয়নি মাধ্যমিকে। তাই বাবা-মা ইংরেজি শিক্ষক মামার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। আর তারপরেই যেন একটু একটু করে বদলে যেতে থাকে কিশোরী মেয়ে অনুপর্ণার জীবন। মামা নীলোৎপল সিংহের হাত ধরে ইংরেজি সাহিত্য, ভারতীয় সংস্কৃতি সর্বোপরি জীবনকে অন্যভাবে দেখার ভাবনা যেন গেঁথে যায় তাঁর মনে। তাই গতানুগতিক পথে না হেঁটে দু’দুটো নামি কর্পোরেট কোম্পানির চাকরি ছেড়ে সিনেমা তৈরির কাজে মন দেন। শ্রেষ্ঠ পরিচালকের শিরোপা পেয়ে সোশাল মিডিয়ায় অনুপর্ণা লেখেন, “মামা মাই ফার্স্ট টিচার।”

Indian filmmaker Anuparna Roy made history at Venice Film Festival

যে মামার বাড়িতে উচ্চমাধ্যমিকের পাঠ। পুরুলিয়ার সেই অজপাড়া গাঁ পুঞ্চার ন’পাড়াতে ২০২১ সালে তাঁর প্রথম সিনেমার শুটিং শুরু করেন অনুপর্ণা। নপাড়ার বিভিন্ন ল্যান্ডস্কেপে শুটিং হওয়ার পর ২০২৩ সালে তাঁর প্রথম ছবি ‘রান টু দ্যা রিভার’ রিলিজ হয়। দ্বিতীয় ছবি ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ ভেনিসে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার এনে দেয় তাঁকে। বছরদুয়েক আগে ২০২৩ সালে কালী পুজোর সময় শেষবার মামার বাড়িতে পুঞ্চার ন’পাড়ায় অনুপর্ণা যান। তাঁর সাফল্যে গর্বিত পরিবারের সকলে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement