স্টাফ রিপোর্টার, বারাসত: তাঁকে প্রার্থী না হলে রাজনীতিই ছেড়ে দেবেন। আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election 2021) তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগে এমন কথাই শোনা গিয়েছিল চিরঞ্জিৎ চক্রবর্তীর মুখে। তালিকা প্রকাশ করার আগেই ভোটে লড়ার আশা নিয়ে করোনা টিকাও নিয়েছিলেন তিনি। তবে আশাহত হতে হয়নি অভিনেতাকে। বারাসতের প্রার্থী হিসেবে ফের তাঁর নামই ঘোষিত হয়। কিন্তু ময়দানে নেমে প্রচার শুরুর আগেই বিতর্কে জড়ালেন চিরঞ্জিৎ।
ঠিক কী হয়েছিল? প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরের দিন বারাসত পুরসভায় এসে সাংবাদিক সম্মেলন করেন বিধানসভার তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। তাঁর পাশে দেখা যায় তৃণমূলের নেতা-কর্মীদের। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ ব্যানারও লাগানো ছিল সাংবাদিক সম্মেলনে। আর তাতেই ঘটে বিপত্তি। ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর পুরসভার মতো সরকারি দপ্তরে তৃণমূল প্রার্থীর নির্বাচনী কার্যকলাপ নিয়ে বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছিল বাম ও বিজেপি। বিষয়টি নজরে আসে নির্বাচন কমিশনেরও (Election Commission)। এরপরই জেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারাসত পুরসভার পুর প্রশাসককে শোকজ করে ঘটনার কারণ জানতে চাওয়া হয়। জানতে চাওয়া হয়, কীভাবে পুরসভার মধ্যে এই ধরনের কর্মসূচি করা হল।
অন্যদিকে বামফ্রন্ট নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, “চিরঞ্জিৎ চক্রবর্তীর সাংবাদিক সম্মেলন পূর্বপরিকল্পিত ছিল। আমাদের কাছে এই সাংবাদিক সম্মেলনের ভিডিও আছে। এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা করুক নির্বাচন কমিশন, এটাই আমরা চাই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.