Advertisement
Advertisement
Aishwarya Rai Bachchan

শাশুড়ির কথায় চোখে জল! পুত্রবধূ ঐশ্বর্যকে কী বলেন জয়া?

বচ্চন পরিবারের শাশুড়ি-বউমার সম্পর্কের তিক্ততা নিয়ে নানা কথা ভেসে বেড়ায় বলিপাড়ার অন্দরে।

When Aishwarya Rai Bachchan shed happy tears as Jaya Bachchan welcomed her to the family

ছবি সংগ্ররহীত

Published by: Manasi Nath
  • Posted:April 13, 2025 7:15 pm
  • Updated:April 13, 2025 7:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বচ্চন পরিবারের শাশুড়ি-বউমার সম্পর্ক নাকি মোটেও সুমুধর নয়। বলিপাড়ার অন্দরে কান পাতলে এই গুঞ্জনই শোনা যায়। এও শোনা যায় শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে সম্পর্কের তিক্ততার কারণেই নাকি বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বজায় রাখেন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিষেক বচ্চন ঘরনি ঐশ্বর্য রাই বচ্চন। কিছুদিন আগে অভিষেকের সঙ্গে ঐশ্বর্যের বিচ্ছেদের রটনাও ছড়িয়েছিল। এমনকী সেজন্য শাশুড়ি জয়ার দিকেই অনেকে অভিযোগের আঙুল তোলেন। সত্যিই কি বচ্চন বাড়ির শাশুড়ি-বউমার সম্পর্ক এতটাই তিক্ত? সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও কিন্তু অন্য কথা বলছে।

Advertisement

জয়া ও ঐশ্বর্যকে নিয়ে একটি ভিডিও সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে পুত্রবধূর ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছে শাশুড়ি জয়াকে। জানা গিয়েছে, ২০০৭ সালের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ভিডিও এটি। সেখানে জয়াকে ঐশ্বর্যর প্রশংসা করে বলতে শোনা গিয়েছে,”আজ আমি এক অসাধারণ সুন্দরী ও ভালো মেয়ের শাশুড়ি হতে চলেছি। ওর মধ্যে মূল্যবোধ রয়েছে। নিজের সম্মান রাখতে জানে। আর ওর হাসিটাও খুব সুন্দর।” শাশুড়ি মায়ের মুখে নিজের প্রশংসা শুনে চোখে জল এসে যায় ঐশ্বর্যার।সেই ছবিও ধরা পড়েছে ভিডিওতে।

প্রসঙ্গত, প্রথম দিকে শাশুড়ি-বউমার সম্পর্ক মোটেই তিক্ত ছিল না বলে জানা যায়। বরং বহু অনুষ্ঠানে একসঙ্গে দেখাও যেত তাঁদের। ভাইরাল হওয়া ভিডিও দেখে নেটিজেনদের প্রশ্ন,
“তাহলে এই মিষ্টি সম্পর্কে চিড় ধরল কীভাবে?” এমনকী এই সম্পর্ক আবার মেরামত করা যায় কিনা সেই প্রশ্নও তুলেছেন অনেকেই। তিক্ততা কাটিয়ে জয়া আর ঐশ্বর্যর সম্পর্ক আবার কখনও স্বাভাবিক হবে কিনা সেটা সময় বলবে?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ