Advertisement
Advertisement
Kunickaa Sadanand-Kumar Shanu

‘বিষাক্ত সম্পর্কে ছিল’, কুমার শানুর সঙ্গে মায়ের প্রেম নিয়ে বিস্ফোরক কুনিকাপুত্র অয়ন

কুনিকার এই সম্পর্ক নিয়ে মুখ খুললেন তাঁর পুত্র অয়ন লাল।

When Kunickaa Sadanand Spoke About Her Affair With
Published by: Arani Bhattacharya
  • Posted:September 11, 2025 9:22 am
  • Updated:September 11, 2025 2:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় কুনিকা সদানন্দের সঙ্গে কুমার শানুর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সর্বজনবিদিত। বর্তমানে ‘বিগ বস’ ১৯ এ প্রতিযোগী হিসাবে দর্শক কুনিকাকে দেখতে পাচ্ছেন। এর আগে কুমার শানুর সঙ্গে সম্পর্কের কথা অকপটে স্বীকার করেছেন কুনিকা। এবার কুনিকার এই সম্পর্ক নিয়ে মুখ খুললেন তাঁর পুত্র অয়ন লাল।

Advertisement

মায়ের এই বহুচর্চিত সম্পর্ক নিয়ে অয়ন জানিয়েছেন, ‘অনেকের ধারণা আমার মা ২৭ বছর ধরে কুমার শানুর সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু এই ধারনা একেবারেই ভুল। বরং যখন মায়ের ২৭ বছর বয়স তখন কুমার শানুর সঙ্গে তাঁর দেখা হয়। আমার নিজের কখনও কুমার শানুর সঙ্গে সরাসরি দেখা হয়নি। তবে তাঁর ছেলে যান কুমার শানুর সঙ্গে এর আগে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে, কথাও হয়েছে। আমার মা একজন শিল্পী হিসাবে কুমার শানুকে আজও পছন্দ করেন। তবে তাঁর জীবনে কুমার শানুর সেই জায়গা যে আজ আর নেই তা আমি বলতে পারি।’ যদিও এই সম্পর্ক নিয়ে কুনিকা জানিয়েছিলেন, ‘আমার জীবনে এই মানুষটার একটা আলাদা জায়গা ছিল একসময়ে। আমি ওকে আমার সবথেকে কাছের মানুষ ভেবেছিলাম। এরকম একটা প্রেম, একটা সম্পর্ক সবার জীবনেই অন্তত একবার হওয়া উচিত।’

কুনিকার যখন বয়স ৩৫ তখন জন্ম ছেলে অয়নের। তার জন্মের বেশ কয়েক বছর আগে পর্যন্ত কুমার শানুর সঙ্গে সম্পর্কে ছিলেন কুনিকা। সেইসময় কুমার শানু বিবাহিত হলেও কুনিকা তাঁর দাম্পত্য জীবনে একেবারেই সুখী ছিলেন না। সেখান থেকেই এই সম্পর্কের দিকে বেশি ঝুঁকেছিলেন কুনিকা। এক সাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছিলেন কুনিকা। সঙ্গে এও বলেছিলেন, ‘সেই সম্পর্ক মারাত্মক বিষাক্ত ছিল। অত্যন্ত বিষাক্ত এক প্রেমের সম্পর্কে ছিলাম।’ এবার আরও একবার সামনে উঠে এল তাঁর ও কুমার শানুর সম্পর্কের কথা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement