সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের সুপারস্টার সলমন খান। পর্দায় তাঁর উপস্থিতি এক আলাদা ম্যাজিক তৈরি করে। শুধু তাই নয় তাঁর হাত ধরে বলিউডে জনপ্রিয় হয়েছেন বা ফিল্মি কেরিয়ার তৈরি করেছেন এমন নায়িকার সংখ্যাও কম নয়। অভিনয়ের পাশাপাশি সুপারস্টারের প্রেমজীবনও বেশ চর্চিত। ঐশ্বর্য রাই থেকে ক্যাটরিনা কাইফ প্রত্যেকের সঙ্গেই তাঁর সম্পর্কের কথা বারবার চর্চায় এসেছে। তবে প্রেমের গুঞ্জন যতই ছড়াক বা যে কোনও নায়িকার সঙ্গে তিনি পর্দায় জুটি বাঁধুন না কেন পর্দায় কিন্তু কোনও নায়িকাকেই চুমু খেতে দেখা যায় না সলমনকে।
এর পিছনে ঠিক কী কারণ রয়েছে? কেনই বা কোনও নায়িকাকে তিনি চুমু খান না? কেন তাঁর এই ‘নো কিস পলিসি’? এই একগুচ্ছ প্রশ্নের উত্তর নিজেই একবার দিয়েছিলেন সলমন। একবার জনপ্রিয় কপিল শর্মার শোয়ে এসেছিলেন দুই ভাই আরবাজ খান ও সোহেল খানকে নিয়ে বলিউডের ‘ভাইজান’। আর সেখানেই তাঁকে কপিল প্রশ্ন করেন সুপারস্টারের এই ‘নো কিসিং পলিসি’ নিয়ে। সেই প্রশ্নের সোজাসাপটা উত্তরে সলমন বলেন, “দেখুন পর্দায় আমি নায়িকাকে চুমু খাই না। কিন্তু তাতে আমার কোনও অসুবিধা নেই।” আর ঠিক সলমনের এই জবাবের পরই এক অদ্ভূত প্রতিক্রিয়া দিয়ে হাসতে হাসতে ভাই আরবাজ খান বলেন, “আসলে ও অফস্ক্রিনেই এত চুমু খাওয়ার সুযোগ পায় যে অনস্ক্রিন আর চুমু খাওয়ার প্রয়োজন পড়ে না।” আরবাজের এই উত্তরে রীতিমত লজ্জায় লাল হয়ে যান সলমন।
যদিও কেউ কেউ মনে করেন যে নিজের ফিল্মি কেরিয়ারে সলমন তাঁর এই নো কিস পলিসি’ একবারই ভেঙেছেন। আর তা হল ‘জিত’ ছবিতে। এই ছবিতে করিশ্মা কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল সলমনকে। চিত্রনাট্যের প্রয়োজনে নায়িকার চিবুকে চুমু খেয়েছিলেন সলমন। এরপর তাঁকে কখনও আর এর পুনরাবৃত্তি ঘটাতে দেখা যায়নি। ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধেছিলেন সলমন। সেই ছবিতেও সলমনকে একটি চুমুর দৃশ্যের জন্য অনুরোধ জানিয়েছিলেন পরিচালক। কিন্তু তাতে একেবারেই রাজি হননি সুপারস্টার। পরে সেই অংশটি ছবি থেকে বাদ দেওয়া হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.