Advertisement
Advertisement

করণের হাত ধরে কেন ডেবিউ হল না সঞ্জয়কন্যা শানায়ার? নীরবতা ভাঙলেন পরিচালক শশাঙ্ক

মুখ খুললেন পরিচালক শশাঙ্ক খৈতান।

Why Was Shanaya Kapoor's Debut Film With karan dharma production?
Published by: Arani Bhattacharya
  • Posted:October 7, 2025 11:43 am
  • Updated:October 7, 2025 11:43 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়ায় পা রাখার পর জীবনের প্রথম অভিনীত ছবিটি সবসময়ই সব অভিনেতা-অভিনেত্রীর জীবনে বিশেষ গুরুত্ব রাখে। ঠিক এমনটা হওয়ার কথা ছিল সঞ্জয় কাপুরকন্যা শানায়া কাপুরের ক্ষেত্রেও। সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের কন্যা শানায়া পরিবারের ঐতিহ্য বজায় রেখেই অভিনয় জগতে পা রেখেছেন। ইতিমধ্যেই বিক্রান্ত মাসের সঙ্গে ‘আঁখো কি গুস্তাখিয়া’ ছবিতে অভিনয় করেছেন শানায়া। তবে এটিই তাঁর প্রথম ছবি হওয়ার কথা ছিল না। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ‘বেধড়ক’ ছবির হাত ধরেই অভিষেক হওয়ার কথা ছিল কাপুরকন্যার। কিন্তু না, জীবনের প্রথম সেই ছবি হতে হতেও হয়নি। কেন এই পরিস্থিতি হয়েছিল? কীভাবে তা সামাল দেওয়া হয়েছিল তা নিয়ে এবার মুখ খুললেন পরিচালক শশাঙ্ক খৈতান।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, “একজন অভিনেতা বা অভিনেত্রীর জীবনে তাঁর ডেবিউ ছবি খুব স্পেশাল হয়। প্রথম এই কাজ, বড় পর্দার হাত ধরে দর্শকের দরবারে আসা, এসবকিছু নিয়েই তাঁরা ভীষণ উৎসাহী থাকেন। সেক্ষেত্রে এটা বলা খুবই কঠিন এই পরিস্থিতিতে যে, ছবিটি শেষ অবধি হচ্ছে না। কিন্তু আমাদের কাছে কোনও উপায় ছিল না। ছবির কাজ স্থগিত রাখতেই হত। আমাদের হাতে আর কোনও সুযোগ না থাকলে আমাদের ছবির কাজটা এগিয়ে নিয়ে যেতে হত। শুধু তাই নয় আমরা খুব তাড়াতাড়ি এই ছবি নিয়ে কি করতে চাই সেই সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। এবং শানায়াকে জানাতে পেরেছিলাম। ঈশ্বরের কৃপায় শানায়া একটার বদলে একাধিক ছবিতে এরপরই সুযোগ পান। যেটা খুবই ভালো খবর ছিল।”

এর আগে নিজের প্রথম ছবি নিয়ে শানায়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি এটা নিয়ে ভীষণ নার্ভাস ছিলাম এবং একইসঙ্গে উচ্ছ্বসিতও ছিলাম। কারণ এটা আমার জীবনের প্রথম কাজ ছিল। প্রথম অভিনয়, যেখানে আমার সমস্ত পরিশ্রম উজাড় করে দিতে হবে বুঝেছিলাম। শুধু তাই নয় আমি ছোট থেকে যেভাবে আমার পেশাগত জীবনটা সাজাতে চাইতাম বা যে পেশায় আসতে চেয়েছিলাম তার খুব কাছাকাছি ছিলাম।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ