Advertisement
Advertisement
Zubeen Garg

‘এবার আর মৃত্যুকে ফাঁকি দিতে পারল না…’, সিঙ্গাপুরে কীভাবে মুত্যু জুবিনের? মুখ খুললেন স্ত্রী গরিমা

গায়কপত্নী গরিমাকে শান্ত করা যাচ্ছে না! অঝোরে কাঁদছে জুবিনের পোষ্য কুকুরও।

Wife Garima recalls how Zubeen Garg died, she is Inconsolable
Published by: Sandipta Bhanja
  • Posted:September 20, 2025 4:45 pm
  • Updated:September 20, 2025 5:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুবিন গর্গের মৃত্যু (Zubeen Garg) নিয়ে উঠে আসছে একাধিক তথ্য! কারও দাবি, স্কুবা ডাইভিং করতে গিয়ে চরম পরিণতির শিকার গায়ক। আবার কারও দাবি, সাঁতার কাটতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। এহেন যাবতীয় ‘ত্বত্ত্বে’র মাঝেই শোকসামলে গায়কের মৃত্যুর ‘আসল কারণ’ জানালেন স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ।

Advertisement

সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অসমের প্রধিনিধিত্ব করতে গিয়ে জুবিনের এহেন মর্মান্তিক পরিণতি কিছুতেই মেনে নিতে পারছে না অনুরাগীমহল। শুক্রবার গায়কের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই মন খারাপ অসমের। প্রত্যক্ষদর্শীদের কথায়, একেবারে ভেঙে পড়েছেন স্ত্রী গরিমা সাইকিয়া। বাঁধ মানছে না তাঁর চোখের জল। ডুকরে ডুকরে কেঁদে উঠছেন। তবে স্বামীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা শুরু হওয়ায় মুখ খুললেন গায়কপত্নী গরিমা সাইকিয়া গর্গ। টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথোপকথনে স্কুবা ডাইভিং ‘ত্বত্ত্ব’ নস্যাৎ করে দিয়ে তিনি জানিয়েছেন, “জুবিন সাত-আটজনের সঙ্গে ইয়টে করে ওই দ্বীপে গিয়ছিল। ওঁর সঙ্গে ড্রামার শেখর ছিল, সিদ্ধার্থ ছিল। একসঙ্গে সাঁতার কেটে ওরা ইয়টে ফিরেও আসে। সকলেই লাইফ জ্যাকেট পরেছিল। কিন্তু জুবিন আবারও সাঁতার কাটতে গিয়েছিল। সেই সময়েই সিজার অ্যাটাক (মৃগী) হয় ওর। এর আগেও একাধিকবার মৃগীতে আক্রান্ত হয়েছিল জুবিন। তবে প্রতিবারই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। কিন্তু এবার আর ফাঁকি দিতে পারল না! জুবিনের অস্বাভাবিকতা দেখে ওর বন্ধুরা ওকে উদ্ধার করে আনে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দু’ঘণ্টা ভর্তিও ছিল ও।” জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ সিঙ্গাপুর ডেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন গর্গ।

উল্লেখ্য, ২০০২ সালে জুবিনের সঙ্গে বিয়ে হয় গরিমা সাইকিয়ার। গরিমা নিজেও অহমিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে খ্যাতনামা পোশাকশিল্পী, লেখিকা তথা প্রযোজক। একাধিক অহমিয়া সিনেমার প্রযোজনা করেছেন তিনি। তবে স্বামীর জনপ্রিয়তার প্রভাব নিজের উপর পড়তে দেননি। মন-প্রাণ ঢেলে নিজের কেরিয়ার সাজিয়েছেন। শুক্রবার রাতে সোশাল মিডিয়ায় কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, সেখানেই দেখা গেল, স্বজন-বন্ধুবান্ধবরা গরিমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, তবে কিছুতেই তাঁকে শান্ত করা যাচ্ছে না। মনিব-বিয়োগের প্রভাব পড়েছে জুবিনের প্রিয় পোষ্য সারমেয়র মধ্যেও। খাওয়াদাওয়া বন্ধ। মনমরা হয়ে দরজার বাইরে মুখ গুজে বসে থাকতে দেখা গেল তাকে এক ভিডিওতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ