Advertisement
Advertisement
Sunjay Kapor-Karisma Kapoor

সঞ্জয়ের সম্পত্তির কানাকড়িও পাবে না করিশ্মার দুই সন্তান? ফের জোরাল দু’পক্ষের তরজা

কী জানাচ্ছেন করিশ্মার দুই সন্তানের আইনজীবি?

Will Karisma's two children not get any property share of Sanjay kapoor matter intensifies
Published by: Arani Bhattacharya
  • Posted:September 26, 2025 9:17 pm
  • Updated:September 26, 2025 9:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ জুন সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই করিশ্মা কাপুর ও প্রয়াত সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সচদেবের মধ্যে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে তরজা চলছেই। প্রিয়ার বিরুদ্ধে উঠে এসেছে সঞ্জয়ের মাকে দিয়ে অজানা বেশকিছু কাগজে সই করিয়ে নেওয়ার মতো অভিযোগ। যা এনেছেন খোদ সঞ্জয়ের বোন মন্দিরা। এবার ফের শোনা যাচ্ছে সঞ্জয়ের সম্পত্তির ভাগ থেকে একেবারেই বঞ্চিত হচ্ছেন করিশ্মার দুই সন্তান কিয়ান ও সামাইরা, এমনটাই শোনা যাচ্ছে কান পাতলে।

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, করিশ্মার দুই সন্তানের আইনজীবি মহেশ জেঠমলানী নাকি জানিয়েছেন যে, সম্পূর্ণ সম্পত্তির দলিলই একেবারে ভিত্তিহীন। আর তা এনেই করিশ্মার সন্তানদের বঞ্চিত করা হচ্ছে তাঁদের প্রাপ্য থেকে। শুধু তাই নয়, এমনও জানা গিয়েছিল যে, প্রয়াত স্বামী সঞ্জয়ের সমস্ত সম্পত্তি ‘সিলড কভার’ করে রাখতে চেয়েছিলেন প্রিয়া। এই ‘সিলড কভার’র অর্থ হল সম্পত্তির তথ্য গোপন রাখতে এই পদ্ধতি অবলম্বন করা যায়। আর তাইই করেছেন প্রিয়া। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানির পর সামনে আসে এরকম তথ্য।

সঞ্জয়ের মৃত্যুর পর থেকেই তাঁর বিপুল পরিমাণ সম্পত্তি ভাগাভাগি নিয়ে জলঘোলা চলছে। ইতিমধ্যেই এই নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছেন সঞ্জয়ের বোন মন্দিরা কাপুর। ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ! সোনা কমস্টার কোম্পানির মালিকানা এবং এই বিপুল পরিমাণ সম্পত্তির উত্তরাধিকার কে হবেন? তা নিয়েই নাকি গোল বেঁধেছে প্রথম থেকেই কাপুরদের অন্দরমহলে। যদিও ঘনিষ্ঠ সূত্রের খবর, বিবাহ বিচ্ছেদের সময় ৭০ কোটি টাকা খোরপোশ নেওয়ায় এই সম্পত্তির কানাকড়িও পাবেন না করিশ্মা কাপুর। বাবার সম্পত্তির ভাগ চেয়ে সৎ মায়ের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন করিশ্মার দুই সন্তান সামাইরা এবং কিয়ান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ