Advertisement
Advertisement
Jisshu Sengupta

রোহিত শেট্টির ছবিতে যিশু! জল্পনা উসকে দিলেন খোদ পরিচালক

কয়েকদিন আগেই নিজের নতুন প্রযোজনা সংস্থা চালু করেছেন যিশু।

Will Rohit Shetty pictures collab with Jisshu Sengupta?

ছবি ফাইল

Published by: Manasi Nath
  • Posted:April 20, 2025 9:03 pm
  • Updated:April 20, 2025 9:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা নববর্ষের দিনই সুখবর দিয়েছিলেন যিশু সেনগুপ্ত। বন্ধু সৌরভ দাসের সঙ্গে মিলে নতুন প্রযোজনা সংস্থা চালু করেছেন অভিনেতা। নাম রেখেছেন ‘হোয়াই সো সিরিয়াস’। সেই সংস্থার সঙ্গে নাম জুড়েছে বলিউড পরিচালক মহেশ ভাটেরও। শুধু বাংলা নয়, যিশুর এই সংস্থা কাজ করবে বলিউডেও। এবার আরও একটি সুখবর দিলেন তিনি। ‘রোহিত শেট্টি পিকচার্স’-এর ব্যানারের সঙ্গে জুড়ে গেল যিশু সেনগুপ্তের নাম।

Advertisement

অভিনেতা নিজের সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে ‘রোহিত শেট্টি পিকচার্স’-এর ব্যানারে তাঁর নাম লেখা রয়েছে। সঙ্গে লেখা, ‘অল দ্য বেস্ট বস’। এই ছবি দেখেই নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই বলছেন, এবার নাকি রোহিত শেট্টির অ্যাকশন থ্রিলারে দেখা যাবে যিশুকে! পরিচালক নিজেই জল্পনা উসকে দিলেও এবিষয়ে খোলসা করেননি কিছুই। এদিকে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন যিশু নিজেও।

প্রসঙ্গত, কানাঘুষো শোনা যাচ্ছে, যিশু-সৌরভের প্রযোজনা সংস্থার সঙ্গে নাকি জোট বাঁধতে চলেছে রোহিত শেট্টির প্রযোজনা সংস্থা। ঠিক কোন প্রোজেক্টে দুই তারকা একসঙ্গে হাত মেলাতে চলেছেন তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে যিশু ইদানীং টলিউডের পাশাপাশি নিজের অভিনয় দিয়ে বলিউডেরও নজর কেড়েছেন। সেই সঙ্গে প্রশংসা অর্জন করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও। ছোটপর্দা, বড়পর্দা ও ওটিটি মিলিয়ে এই মুহূর্তে চুটিয়ে কাজ করছেন অভিনেতা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ