Advertisement
Advertisement
Windows Production release

‘হামি ২’ থেকে ‘বেলাশুরু’, নতুন বছরে বড়পর্দায় নন্দিতা-শিবপ্রসাদের চার বিগ বাজেটের ছবি

কবে কোন ছবি মুক্তি পাচ্ছে? জেনে রাখুন।

Windows Production announces hall release of 2022 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 16, 2021 2:22 pm
  • Updated:November 16, 2021 2:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একুশের পালা শেষ হতে চলল। নভেম্বর মধ্যগগনে। বাকি শুধু ডিসেম্বর মাসটি। তারপরই নতুন বছর অর্থাৎ ২০২২ সাল। আর এই নতুন বছরের নতুন ছবি রিলিজের পরিকল্পনা করে ফেলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) উইন্ডোজ প্রোডাকশন। আগামী বছরে প্রযোজনা সংস্থা চার-চারটি ছবি মুক্তি পেতে চলেছে। 

Advertisement

সবার প্রথমেই বড়পর্দায় ‘বাবা’ হিসেবে আসছেন যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘বাবা, বেবি ও…’ (Baba, Baby O…)। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে সিঙ্গল ফাদারের ভূমিকায় দেখা যাবে যিশুকে। সঙ্গে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায়।  

Baba Baby O Film

আগামী বছরের ২০ মে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি ‘বেলাশুরু’ (Belashuru)। দুই প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) এবং স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) মুখ্য ভূমিকায়। এছাড়াও রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, মনামী ঘোষ, খরাজ মুখোপাধ্যায়ের মতো তারকারা। 

Belashuru

[আরও পড়ুন: নারদ মামলা: অন্তর্বর্তী জামিন নিতে আদালতে শোভনের সঙ্গে বৈশাখী, জামিন ফিরহাদ-মদনেরও]

মানুষ বিপদে পড়লে সাধারণত ঈশ্বরের দ্বারস্থ হয়। সেই পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করতে ভগবানের কাছে করুণ আর্তি জানায়। কিন্তু যদি এর উলাটপুরাণ ঘটে? যদি কখনও ঈশ্বরই মানুষের শরণাপন্ন হন, তাহলে? তাহলে ঠিক কী ঘটবে সেই বিষয়বস্তু নিয়েই তৈরি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘লক্ষ্মী ছেলে’ (Lokkhichhele)। মুখ্য ভূমিকায় উজান গঙ্গোপাধ্যায়। ২০২২ সালের ১৭ জুন সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। 

Lokkhichhele

আগামী বছরের বড়দিনের ঠিক আগেই বড়পর্দায় ফিরছে ‘ভুটু ভাইজান’। ২০২২ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পাবে নন্দিতা-শিবপ্রসাদ জুটি পরিচালিত ‘হামি ২’ (Haami 2)। আবারও দুষ্টু-মিষ্টি কথায় দর্শকদের মন ভোলাবে শিশু শিল্পী ব্রত বন্দ্যোপাধ্যায়। এবার ছবিতে দেখা যাবে টলিউডের মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও (Prosenjit Chatterjee)।

Haami 2

বেশ কিছুদিন ধরেই উইন্ডোজ প্রোডাকশনের এই ছবিগুলি মুক্তির অপেক্ষায় ছিল। অতিমারী পরিস্থিতিতে টলিউড-বলিউডের একাধিক প্রযোজনা সংস্থা ওয়েব রিলিজের পথে হেঁটেছে। কিন্তু নন্দিতা-শিবপ্রসাদ জুটি সে পথে যাননি। সিনেমা হলে ছবি রিলিজ করতেই বদ্ধ পরিকর। এবার নতুন বছরে নির্বিঘ্নে হল রিলিজের অপেক্ষায় রয়েছেন। 

[আরও পড়ুন: চিংড়িঘাটায় পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, আহত আরও ১]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement