Advertisement
Advertisement

Breaking News

Yash Nusrat

মাসখানেক ধরেই একছাদের তলায় থাকছেন না যশ-নুসরত! বিচ্ছেদই ভবিতব্য?

আরও জোরাল যশ-নুসরতের 'ডিভোর্স' জল্পনা।

Yash, Nusrat staying separately amid break up rumor

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:May 30, 2025 9:56 am
  • Updated:May 30, 2025 9:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক ধরেই টলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন, যশ-নুসরতের সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে। সত্যিই কি তারকাজুটির ‘আড়ি’? কৌতূহলের অন্ত নেই অনুরাগীদের। সোশাল মিডিয়া অ্যাকাউন্টে তারকাজুটি একে-অপরের ছবিতে ‘লাইক’ দিলেও জল্পনার রেশ কিছুতেই থামছে না। উভয়ের ইঙ্গিতপূর্ণ জীবনদর্শনমূলক পোস্টেই মন খারাপের আভাস। এমন আবহেই জানা গেল, তাঁদের সম্পর্ক নাকি নতুন বাঁকে মোড় নিয়েছে। মাসখানেক ধরেই একছাদের তলায় থাকছেন না যশ-নুসরত।

গত বুধবার সকাল থেকেই তারকাজুটির বিচ্ছেদ জল্পনায় সরগরম টলিপাড়া! টলিপাড়ার ‘মোস্ট হ্যাপেনিং কাপল’ যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান নাকি একে-অপরকে ইনস্টাগ্রামে ফলো করছেন না, নেটপাড়ার সেই আবিষ্কার থেকেই জল্পনার সূত্রপাত। সেই জল্পনাযজ্ঞে আবার ঘৃতাহূতি দেয় তাঁদের আলাদা ঘুরতে যাওয়ার খবর। মা-বাবা, বোন এবং ছেলে ঈশানকে নিয়ে নুসরত গিয়েছিলেন দার্জিলিং বেড়াতে। অন্যদিকে যশ তাঁর প্রথমপক্ষের ছেলে রায়াংশকে নিয়ে গিয়েছিলেন থাইল্যান্ডে বেড়াতে। তার পর থেকে বিচ্ছেদ জল্পনা আরও জোরাল হয়! এবার টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, গত ডিসেম্বর মাস থেকেই নাকি আলাদা বাড়িতে থাকছেন যশ-নুসরত। অভিনেত্রী থাকছেন তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে। অন্যদিকে যশ ফিরে গিয়েছেন তাঁর পুরনো আবাসনে। যদিও ‘আড়ি’র প্রমোশনের সময়ে কাকপক্ষীতেও টের পেতে দেননি জুটিতে। তবে গুঞ্জন, সিনেমা কিংবা প্রযোজনা সংস্থার কাজের সূত্রেই নাকি তাঁদের দেখা হচ্ছে। বাকি সময়টা যে যাঁর নিজের বাড়িতে থাকছেন। সমস্যার সূত্রপাত কোথায়?

Yash, Nusrat staying separately amid break up rumor

সূত্রের খবর, যশের প্রাক্তন সম্পর্ককে ঘিরেই নাকি নুসরতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে। এমনকী নায়ক যখন মুম্বইতে ছিলেন, তখন নাকি অভিনেত্রী সঙ্গীর পেছনে গুপ্তচরও লাগিয়েছিলেন! আসলে অভিনেত্রী একসঙ্গে থাকার জন্য বেশ কিছু শর্ত দিয়েছিলেন। কিন্তু সেসব নাকি মানতে নারাজ অভিনেতা। সেখান থেকেই সম্পর্কে সন্দেহের সূত্রপাত। তাহলে কি মনোমালিন্যের জেরে যশ-নুসরতের বিচ্ছেদই ভবিতব্য? সেই প্রশ্ন যদিও সময়ের গর্ভেই লুকিয়ে তবে শুভাকাঙ্ক্ষীরা চাইছেন, আঁধার কাটিয়ে সেরে উঠুক তাঁদের সম্পর্ক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement