ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকা দম্পতিদের জীবন নিয়ে আমজনতার উৎসাহের অন্তঃ নেই। সেইরকম চর্চিত তারকা দম্পতিদের তালিকায় রয়েছেন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। বেশ কয়েকমাস আগেই তাঁদের সম্পর্কে মান-অভিমানের পালা চলছিল। মেঘ জমেছিল দু’জনের মনেই। সেই মেঘের ঘনঘটা কেটে গিয়ে যে ফের তাঁদের সুখী দাম্পত্যজীবন কাটছে তা তাঁদের সোশাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাচ্ছে। সম্প্রতি সেরকমই আরও এক চোখে পড়ল নেটিজেনদের। কীভাবে? নায়িকার পোস্ট করা ভিডিওই দিচ্ছে সেই ইঙ্গিত।
নায়িকা নুসরত জাহান যে বেশ ফুডি সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে মন চাইলেই যে নিজের পছন্দের খাবার খেয়ে ফেলতে পারেন তিনি এমনটা তো একেবারেই নয়। বিরিয়ানি, মিষ্টি ইত্যাদি রয়েছে তাঁর পছন্দের খাবারের তালিকায়। কিন্তু ফিটনেসের জন্য সেসব থেকে শত হস্ত দূরে থাকেন নায়িকা। তবে এবার তাঁর দর্শক-অনুরাগীদের চমকে দিয়ে সক্কাল সক্কাল এককাপ চকোলেট খেয়ে ফেললেন তিনি। যা দেখে সকলের চক্ষু চড়কগাছ। ক্যাপশনে নুসরত যা লিখেছেন তার অর্থ খানিকটা এরকম হয়, ‘জীবনে অনেক কিছুই ঘটবে। কিন্তু চকোলেট সবকিছু ঠিক করে দেবে।’ তবে নুসরতের চকোলেট খাওয়ার ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের তার থেকেও বেশি নজর কেড়েছে যশের দুষ্টুমিভরা কমেন্ট। অভিনেত্রী-স্ত্রীয়ের এই ভিডিওতে যশ কমেন্ট করেছেন ‘আরও কিছু চাই নাকি?’ প্রত্যুত্তরে লজ্জায় মুখ ঢাকা এক ইমোজি দিয়েছেন নায়িকা।
View this post on Instagram
একসময়ে যে জুটি নিয়মিত সোশাল পাড়ায় দুষ্টু-মিষ্টি সম্পর্কের ঝলক দেখাতেন বেশ কয়েকমাস ধরে তা থেকে ব্রাত্য ছিলেন তাঁদের অনুরাগীরা। আর সেই ফাঁকেই নানা কথা শোনা গিয়েছিল তাঁদের সম্পর্কের ‘বদলে যাওয়া’ সমীকরণ নিয়ে! তবে শত্তুরের মুখে ছাই দিয়ে এবার ‘ফিনিক্স পাখি’র মতো নিজেদের অটুক দাম্পত্য সমীকরণের ঝলক দেখাচ্ছেন তাঁরা দু’জন। নুসরত বরাবরই ‘ডোন্ট কেয়ার’। নিজেকে ভাল রাখার পন্থাতেই বিশ্বাসী তিনি। মনেরকথা শুনতেই ভালোবাসেন। তবে নিজের ব্যক্তিগত জীবনকে চার দেওয়ালে রাখতেই পছন্দ করেন তিনি। তা নিয়ে একটি বাক্যও বাইরের কারও কাছে ব্যয় ক্করা এক্কেবারে না পসন্দ নায়িকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.