Advertisement
Advertisement

Breaking News

Yash Nusrat

মান-অভিমান অতীত! বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে প্রকাশ্যেই যশ-নুসরতের প্রেম-খুনসুঁটি

নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়ে 'ভার্চুয়াল' পাড়ায় 'ভাব'-এর বহিঃপ্রকাশ।

Yash's romantic comment on Nusrat's post amid breakup rumor
Published by: Sandipta Bhanja
  • Posted:June 6, 2025 5:25 pm
  • Updated:June 6, 2025 6:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যশের থাইল্যান্ড বেড়াতে যাওয়া, অন্যদিকে সপরিবারে নুসরতের দার্জিলিং বেড়ানোর ছবি দেখে সোশাল মিডিয়ায় কম চর্চা চলেনি। তাঁদের সম্পর্কের সমীকরণকে প্রায় ‘চা-পিঁয়াজি’র পর্যায়ে নামিয়ে এনেছিলেন সমালোচকরা থুড়ি, নেটপাড়ার নীতি-পুলিশেরা। ট্রোল-মিমের পাহাড়। কার ক’টা বিয়ে?- হাতে গুনে সময় ব্যয় করার রেশ শেষ হতে না হতেই বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে প্রকাশ্যেই যশ-নুসরতের প্রেম-খুনসুঁটি। আরেকটু খোলসা করে বলতে গেলে, নিন্দুকদের মুখে ঝামা ঘঁষে ‘ভার্চুয়াল’ পাড়ায় ‘ভাব’-এর বহিঃপ্রকাশ তারকাজুটির। মান-অভিমানের পালা আদৌ মিটেছে? কৌতূহলীদের ভিড়।

শুক্রবার দুপুরে লাল পোশাকে বোল্ড অবতারে নুসরত একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানেই লাভ ইমোজি দিয়ে ভালোবাসা জাহির করার পর যশের আবদার- ‘ক্রেডিটটা কে দেবে?’ পালটা সঙ্গীর সঙ্গে খুনসুঁটি করার সুযোগ ছাড়েননি নুসরত জাহানও। অভিনেত্রী আবার মনে করিয়ে দিয়েছেন, ‘আমি তো তোমার শেষ ভিডিওটার জন্য ক্রেডিট পাইনি। না পেয়েছি আমার জ্যাকেটটার জন্য।’ উল্লেখ্য, যশ সম্প্রতি জ্যাকেট পরে একটি ছবি পোস্ট করেছিলেন। নুসরতের ইঙ্গিত যে সেদিকেই বেশ বোঝা গেল। পালটা যশের মন্তব্য, ‘ও আচ্ছা, তাহলে ভিডিও শুট আর এডিট করার জন্য আমাকে কোনও ক্রেডিট দেবে না? যদিও জ্যাকেটটা আমাকেই বেশি ভালো লাগছে।’ দিন কয়েক আগে নেটপাড়া আবিষ্কার করেছিল, যশ-নুসরত নাকি ইনস্টাগ্রামে একে-অপরকে অনুসরণ করেন না। তবে শুক্রবার, সেই ইনস্টাগ্রামের পাতাতেই তারকাজুটির খুনসুঁটি দেখে নিশ্চিন্ত অনুরাগীরা। সম্পর্কেরা যে যার মতো দিব্যি আছে।

প্রসঙ্গত, দিন কয়েক ধরেই টলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন, যশ-নুসরতের সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে। সত্যিই কি তারকাজুটির ‘আড়ি’? কৌতূহলের অন্ত নেই অনুরাগীদের। টলিপাড়ার ‘মোস্ট হ্যাপেনিং কাপল’ যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান নাকি একে-অপরকে ইনস্টাগ্রামে ফলো করছেন না, নেটপাড়ার সেই আবিষ্কার থেকেই জল্পনার সূত্রপাত। সেই জল্পনাযজ্ঞে আবার ঘৃতাহূতি দেয় তাঁদের আলাদা ঘুরতে যাওয়ার খবর। মা-বাবা, বোন এবং ছেলে ঈশানকে নিয়ে নুসরত গিয়েছিলেন দার্জিলিং বেড়াতে। অন্যদিকে যশ তাঁর প্রথমপক্ষের ছেলে রায়াংশকে নিয়ে গিয়েছিলেন থাইল্যান্ডে বেড়াতে। তার পর থেকে বিচ্ছেদ জল্পনা আরও জোরাল হয়! এও শোনা যায় যে, গত ডিসেম্বর মাস থেকেই নাকি আলাদা বাড়িতে থাকছেন যশ-নুসরত। অভিনেত্রী থাকছেন তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে। অন্যদিকে যশ ফিরে গিয়েছেন তাঁর পুরনো আবাসনে। যদিও ‘আড়ি’র প্রমোশনের সময়ে কাকপক্ষীতেও টের পেতে দেননি জুটিতে। তবে গুঞ্জন, সিনেমা কিংবা প্রযোজনা সংস্থার কাজের সূত্রেই নাকি তাঁদের দেখা হচ্ছে। বাকি সময়টা যে যাঁর মতো করে থাকছেন। অভিনেতার প্রাক্তনকে ঘিরেই নাকি দাম্পত্যে সমস্যার সূত্রপাত। তবে এবার নিন্দুকদের মুখে ঝামা ঘষে বিচ্ছেদ গুঞ্জনকে উড়িয়ে দিলেন যশ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement