Advertisement
Advertisement
Yogi Adityanath Ravi Kishan

৩৩ বছরের কেরিয়ারে প্রথম ফিল্মফেয়ার জয় রবি কিষেণের, শুভেচ্ছাবার্তায় ‘বড় সার্টিফিকেট’ যোগীর

গোরক্ষপুরের তারকা-সাংসদের 'ঢালাও' প্রশংসা যোগী আদিত্যনাথের মুখে।

Yogi Adityanath congratulates Laapataa Ladies actor Ravi Kishan for Filmfare
Published by: Sandipta Bhanja
  • Posted:October 13, 2025 7:16 pm
  • Updated:October 13, 2025 7:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দশকের অভিনয় কেরিয়ার। মুম্বইতে বহু আগে কাজ শুরু করলেও ‘লাপাতা লেডিজ’-এর হাত ধরেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রবি কিষেণের জনপ্রিয়তা বেড়েছে। তাঁর অভিনীত পুলিশ আধিকারিকের চরিত্র ‘শ্যাম মনোহর’ দর্শকমহলেও বেশ প্রশংসিত হয়েছে। আর সেই সিনেমাই এবার গোরক্ষপুরের তারকা-সাংসদের ঝুলিতে এনে দিল বহুকাঙ্ক্ষিত ‘ব্ল্যাক লেডি’। রবি কিষেণের ফিল্মফেয়ার পুরস্কার জয়ে উচ্ছ্বসিত খোদ যোগী আদিত্যনাথ। এক্স হ্যান্ডেলে নেতা-অভিনেতার ‘ঢালাও’ প্রশংসা করে ‘বড় সার্টিফিকেট’ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Advertisement

শুভেচ্ছাবার্তায় যোগী আদিত্যনাথ লিখেছেন, “‘লাপাতা লেডিজ’ ছবির জন্য ফিল্মফেয়ারে সেরা সহ-অভিনেতার পুরস্কারজয়ী গোরক্ষপুরের সাংসদকে অনেক অভিনন্দন। রবি কিষেণজি আপনার এই পুরস্কার উত্তরপ্রদেশের শিল্পীদের, বিশেষ করে ভোজপুরি শিল্পীদের উৎসাহ জোগাবে।” তিন দশকের কেরিয়ারে প্রথমবার ফিল্মফেয়ার পুরস্কার ধরা দিয়েছে তাঁর কাছে। আর সেই জন্যই আপাতত সপ্তম স্বর্গে থাকার পাশাপাশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন রবি কিষেণ। আহমেদাবাদে আয়োজিত ফিল্মফেয়ার অনুষ্ঠানের মঞ্চেও এদিন পুরস্কার নিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন নেতা-অভিনেতা। আবেগে, উচ্ছ্বাসে চিকচিক করে উঠেছিল তাঁর চোখের কোণ !

৩৩ বছরের ফিল্মি কেরিয়ারের প্রসঙ্গ উত্থাপন করে এদিন রবি কিষেণ বলেন, “এই মুহূর্তটির জন্য ৩৩ বছর অপেক্ষা করেছি। ৭৫০টিরও বেশি ছবিতে অভিনয় করার পর এই প্রথমবার ফিল্মফেয়ারের মঞ্চে পা রাখলাম। নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, যেদিন পুরস্কারজয়ী হিসেবে আনুষ্ঠানিকভাবে আমার নাম ঘোষণা করা হবে, সেদিনই ফিল্মফেয়ারের অনুষ্ঠানে উপস্থিত থাকব।” ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-এর অনুষ্ঠানে যেন রবি কিষেণের সেই অধরা ইচ্ছেকেই পূর্ণ করল অদৃষ্ট! আর সেই সুবাদেই নেতা-অভিনেতাকে শুভেচ্ছা জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ