Advertisement
Advertisement
Celeb on Zubeen Garg Death

‘ভাইকে হারালাম’, জুবিনের মৃত্যুতে বাকরুদ্ধ পাপন, শোকপ্রকাশ প্রীতম ও দেবের

জুবিন গর্গের কাহিলিপাড়ার বাড়ির সামনে জনসমুদ্র। শোকাতুর ভক্তরা।

Zubeen Garg Death: Pritam, Papon, Dev, Jeet Ganguly Are Devastated By News
Published by: Sandipta Bhanja
  • Posted:September 19, 2025 5:50 pm
  • Updated:September 19, 2025 5:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের ভূমিপুত্র হলেও বলিউডের জমিতে নিজের পোক্ত জায়গা করে নিয়েছিলেন জুবিন গর্গ। প্রচারবিমুখ মানুষ। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা লাভ করলেও অসমের শিকড় ভুলে যাননি। মাতৃভূমির সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতেই গিয়েছিলেন সিঙ্গাপুরে। আর সেই ভূমিপুত্রকে হারিয়েই শোকাতুর অসম। গায়কের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই কাহিলিপাড়ার বাড়ির সামনে জনসমুদ্র। কান্নায় ভেঙে পড়েছেন তাঁর অনুরাগীমহল। শোকপ্রকাশ করেছেন পাপন, জিৎ গঙ্গোপাধ্যায়, ব়্যাপার বাদশা, অমল মালিক, বিশাল মিশ্র, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ বিনোদুনিয়ার আরও অনেকেই।

Advertisement

জুবিনের প্রয়াণ পাপনের কাছে ভ্রাতৃবিয়োগসম। গায়কের মন্তব্য, ‘খুবই মর্মান্তিক! জুবিন, একপ্রজন্মের কণ্ঠস্বর! এত তাড়াতাড়ি চলে গেল। ভাষা হারিয়ে ফেলেছি। একজন বন্ধুকে হারিয়ে আমি বাকরুদ্ধ। ভাইকে হারালাম। এই বিরাট শূন্যতা পূর্ণ হওয়ান নয়। ওঁর আত্মার শান্তি কামনা করছি।’ প্রীতমের হাত ধরেই ‘গ্যাংস্টার’ ছবিতে ‘ইয়া আলি’ গানটি গেয়ে বলিউডে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন জুবিন গর্গ। দু’ দশক বাদে গিয়েও সেই গান আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে। সঙ্গীতজগতের সেই ‘রত্ন’কে হারিয়ে শোকস্তব্ধ প্রীতম। সঙ্গীত পরিচালকের মন্তব্য, “একটা দুর্ঘটনা জুবিনের প্রাণ কেড়ে নিল, এর থেকে ভয়াবহ এবং দুর্ভাগ্যজনক খবর হয় না। আমি এখনও মেনে নিতে পারছি না…। জুবিনের স্ত্রী গরিমা এবং ওঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।”

‘শিব’ নাম করে সঙ্গীতশিল্পী জুবিন নটিয়ালের শোকবার্তা, ‘জুবিন তোমার গান চিরকাল আমাদের মনে প্রতিধ্বনিত হবে। একজন সত্যিকারের প্রতিভা খুব তাড়াতাড়ি চলে গেলেন। ওঁর পরিবারের প্রতি সমবেদনা।’ এক্স হ্যান্ডেলের পোস্টে ব়্যাপার বাদশা লিখেছেন, ‘জুবিন গর্গের সঙ্গে দেখা না হলেও ওঁর গান শুনেছি। ওঁর গল্প শুনেছি। কখনও ভাবিনি ওঁর মৃত্যুটা আমাকে এভাবে কষ্ট দেবে। শান্তিতে ঘুমোও জুবিনদা।’

জুবিন গর্গের মৃত্যুতে ভেঙে পড়েছেন অসমের আরেক ভূমিপুত্র আদিল হুসেন। অভিনেতার মন্তব্য, “সিঙ্গাপুরে দুর্ঘটনায় জুবিনের এই আকস্মিক মৃত্যুর খবরে আমি মর্মাহত। এবং ততটাই স্তম্ভিত! ভীষণ দুঃখজনক। অহমিয়া সঙ্গীত ও সংস্কৃতিতে ওঁর অবদান অসাধারণ। ওঁর গানের মধ্য দিয়েই জুবিন আমাদের মধ্যে চিরকাল রয়ে যাবে। ঈশ্বরের কাছে ওঁর আত্মার শান্তি কামনা করছি। যতক্ষণ না আমাদের অন্য প্রান্তে দেখা হচ্ছে জুবিন, ততক্ষণ তোমার সুকণ্ঠে ঈশ্বরকে খুশি রাখো।” শোকপ্রকাশ করেছেন গায়ক অমল মালিক, বিশাল মিশ্র।

প্রসঙ্গত তিন দশকের কেরিয়ারে ৪০টি ভিন্ন ভাষায় গান গাওয়ার রেকর্ডও রয়েছে জুবিন গর্গের। তার মধ্যে বাংলা অন্যতম। ‘রংবাজ’, ‘খিলাড়ি’, ‘খোকা ৪২০’-এর মতো দেবের বহু সুপারহিট সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন গায়ক। শুক্রবার জুবিনের প্রয়াণের খবরে ‘রঘু ডাকাত’-এর প্রচারের মাঝে মন খারাপ দেবেরও। সোশাল মিডিয়ায় জুবিনের ছবি শেয়ার করে লিখেছেন, ‘তোমাকে খুব মিস করব ভাই। ভালো থেকো।’ ইনস্টা স্টোরিতে জুবিনের ছবি শেয়ার করে শোকবার্তা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ