Advertisement
Advertisement
Zubeen Garg

শিল্পীর কোনও গণ্ডি হয় না! এবার পাকিস্তানের মাটিতে গানে গানে শ্রদ্ধা জুবিন গর্গকে

ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

Zubeen Garg gets tribute at Karachi concert as Pak band performs Ya Ali on stage
Published by: Arani Bhattacharya
  • Posted:October 8, 2025 9:04 am
  • Updated:October 8, 2025 9:04 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের গণ্ডি পেরিয়ে এবার পাকিস্তানের মাটিতে শ্রদ্ধা জানানো হল শিল্পী জুবিন গর্গকে। অসমের ভূমিপুত্র সারা ভারতের মানুষকে তাঁর সুরের জাদুতে মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর অকাল প্রয়াণে মন খারাপ হয়েছে সকলের। এবার পাকিস্তানের মাটিতেও স্মরণ করা হল গানে গানে জুবিন গর্গকে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

Advertisement

পাকিস্তানের রকব্যান্ড ‘খুদগর্জ’ করাচিতে এক অনুষ্ঠানে জুবিনের ‘ইয়া আলি’ গানটির মাধ্যমে শিল্পীকে শ্রদ্ধা জানায়। মঞ্চের শিল্পীদের সঙ্গে সঙ্গে দর্শকাসনে থাকা প্রত্যেকেই এদিন এই গানের সঙ্গে নিজেদের গলা মেলান। এদিন এই রকব্যান্ডের অফিশিয়াল সোশাল মিডিয়া পেজে তাঁরা লিখেছেন, ‘সুদূর করাচি থেকে অনেক ভালোবাসা প্রিয় শিল্পী জুবিন গর্গ। আপনি সারাজীবন আমাদের প্লে-লিস্টের শীর্ষে থেকে যাবেন। এই সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন গায়ক। সেখানেই অ্যাডভেঞ্চারের নেশায় বুঁদ হয়ে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান জুবিন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় স্বনামধন্য গায়ক জুবিন গর্গের। সেখান থেকে তাঁকে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশের তরফে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুতে শোকস্তন্ধ সঙ্গীত মহল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ