Advertisement
Advertisement

Breaking News

Zubeen Garg

‘জুবিনদাকে বিষ খাইয়ে মেরেছে ওঁর ম্যানেজার’! গ্রেপ্তারির পর জেরায় চাঞ্চল্যকর দাবি ব্যান্ড সদস্য শেখরজ্যোতির

জুবিন গর্গ মৃত্যুতে প্রথম গ্রেপ্তার করা হয় এই শেখরজ্যোতি গোস্বামীকেই।

Zubeen Garg's bandmate claims singer's manager, fest organiser poisoned him
Published by: Sandipta Bhanja
  • Posted:October 4, 2025 9:51 am
  • Updated:October 4, 2025 9:51 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “জুবিন গর্গ সাঁতার জানত। তাই জলে ডুবে মৃত্যু হওয়া অসম্ভব…!”, গ্রেপ্তারির পর পুলিশি জেরায় চাঞ্চল্যকর দাবি জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীর। শুধু তাই নয়, প্রয়াত শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে বিস্ফোরক সব তথ্য উগড়ে দেন সিট আধিকারিকদের জেরার মুখে!

Advertisement

সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে ২০ সেপ্টেম্বর সাঁতার কাটার সময়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিন গর্গের। বিদেশের মাটিতে অসমের ভূমিপুত্রের এহেন আকস্মিক প্রয়াণে অনেকেই ষড়যন্ত্রের আঁচ পেয়েছেন! তার ভিত্তিতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে জুবিন গর্গের মৃত্যুতদন্তের জন্য সম্প্রতি ‘সিট’ গঠন করে অসম সরকার। গত ২৫ সেপ্টেম্বর সিট আধিকারিকরা প্রথম গ্রেপ্তার করেন জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। অন্যদিকে পয়লা অক্টোবর গ্রেপ্তার করা হয় জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তকে। শুক্রবার গ্রেপ্তার হন টিমের গায়িকা অমৃতপ্রভ মহন্ত। এবার সিট আধিকারিকদের জেরার মুখে বিস্ফোরক দাবি করলেন শেখরজ্যোতি। সম্প্রতি তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।

সিট তদন্তকারীদের জেরার মুখে ড্রামার শেখরজ্যোতি জানিয়েছেন, “সিঙ্গাপুরে প্যান পেসিফিক হোটেলে জুবিনের সঙ্গে ছিল ওঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। তবে গায়কের মৃত্যুর ঠিক আগে সিদ্ধার্থ ভীষণ রহস্যজনক আচরণ করছিল। এখানেই শেষ নয়! জুবিনের টিমের ড্রামারের আরও বিস্ফোরক দাবি, মৃত্যুর দিন ম্যানেজার সিদ্ধার্থ একপ্রকার জোর করেই বোটের গতিবিধি নিজের কন্ট্রোলে রেখেছিল। এমনকী বোটচালককেও সেখান থেকে সরিয়ে দিয়ে বাকি সমস্ত যাত্রীদের জীবন ঝুঁকির মুখে ফেলে দেয়। আর কেউ যাতে এই বিষয়ে নাক না গলায়, সেই নির্দেশও দিয়েছিল অন্য আরেকজনকে। জলের মধ্যে জুবিনদার যখন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তখন ওঁর ম্যানেজার চিৎকার করে বলেছিল- ওকে ছেড়ে দাও।” তদন্তকারীদের কাছে শেখরজ্যোতি এও জানান যে, “জুবিনদা নিজে ভালো সাঁতারু ছিল। ও আমাকে আর শর্মাকে সাঁতার কাটা শিখিয়েছে। ওঁর পক্ষে জলে ডুবে মরে যাওয়া সম্ভব নয় কোনওভাবেই। শ্যামকানু মোহন্তের সঙ্গে শলা-পরামর্শ করে সিদ্ধার্থ শর্মাই জুবিনদাকে বিষ খাইয়েছে। এবং ইচ্ছে করেই সিঙ্গাপুরকে বেছে নিয়েছিল। এমনকী সিদ্ধার্থ কাউকে ওই বোটের ভিডিও শেয়ার করতেও মানা করেছিল।”

উল্লেখ্য, জুবিনের মৃত্যুতে অসম পুলিশ ইতিমধ্যেই শ্যামকানু মোহন্ত এবং ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে। গত বুধবার দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় তাদের। তাঁদের ১৪ দিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে গুয়াহাটি কোর্ট। এদিকে সিদ্ধার্থ শর্মার বয়ানে সন্তুষ্ট নন তদন্তকারীরা। যুক্তিসাপেক্ষে কোনও তথ্য-প্রমাণাদি তিনি হাজির করতে পারেননি বলেই জানা গিয়েছে। এরপরই শেখরজ্যোতিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাতেই চাঞ্চল্যকর দাবি করেন জুবিন গর্গের টিমের ড্রামার। অন্যদিকে ‘মিথ্যে মামলায় ফাঁসানো’র অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্ত। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ