Advertisement
Advertisement
Zubeen Garg death

জোর করেই সাঁতার কাটতে নিয়ে যাওয়া হয় জুবিন গর্গকে! গ্রেপ্তার ব্যান্ডের গায়িকা অমৃতপ্রভ

সিঙ্গাপুরে গায়কের রহস্যমৃত্যুতে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে ৪।

Zubeen Garg's death: Assam Police arrested bandmate Amritprabha Mahanta
Published by: Sandipta Bhanja
  • Posted:October 3, 2025 10:48 am
  • Updated:October 3, 2025 10:55 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে ২০ সেপ্টেম্বর সাঁতার কাটার সময়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিন গর্গের। বিদেশের মাটিতে অসমের ভূমিপুত্রের এহেন আকস্মিক প্রয়াণে অনেকেই ষড়যন্ত্রের আঁচ পেয়েছেন! তার ভিত্তিতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে জুবিন গর্গের মৃত্যুতদন্তের জন্য সম্প্রতি ‘সিট’ গঠন করে অসম সরকার। গত ২৫ সেপ্টেম্বর সিট আধিকারিকরা প্রথম গ্রেপ্তার করেন জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। অন্যদিকে পয়লা অক্টোবর গ্রেপ্তার করা হয় জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তকে। এবার সিঙ্গাপুরে গায়কের রহস্যমৃত্যুতে গ্রেপ্তার টিমের গায়িক অমৃতপ্রভ মহন্ত।

Advertisement

সূত্রের খবর, শেখরজ্যোতি এবং অমৃতপ্রভ দু’জনেই সেদিন জুবিন গর্গের সঙ্গে ওই বোটে ছিলেন। তদন্তকারী দলের তরফে জানানো হয়েছে, ভিডিওয় জুবিনের খুব কাছাকাছি যাঁকে সাঁতার কাটতে দেখা গিয়েছিল, তিনি অমৃতপ্রভ। গায়কের সাঁতার কাটার মুহূর্তও তিনিই ক্যামেরাবন্দি করেছিলেন। বিগত ছয় দিন ধরে টানা জেরার করার পর এবার তাঁকেও গ্রেপ্তার করা হল এবার। উল্লেখ্য, জুবিনের মৃত্যুতে অসম পুলিশ ইতিমধ্যেই শ্যামকানু মোহন্ত এবং ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে। গত বুধবার দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় তাদের। তাঁদের ১৪ দিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে গুয়াহাটি কোর্ট। এরপরই শেখরজ্যোতিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানা গিয়েছে, বছরখানেক ধরেই জুবিনের সঙ্গে কাজ করছেন শেখরজ্যোতি। অভিযোগ, তাঁর আমন্ত্রণেই জলে নেমেছিলেন জুবিন। কিন্তু সাঁতরে আর পারে ফেরা হয়নি তাঁর। জলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গায়ক। টানা জেরার মুখে পড়তে হয় জুবিন গর্গের ব্যান্ডের গায়িক অমৃতপ্রভ মোহন্তকেও। অসঙ্গতি মেলাতেই পরে গ্রেপ্তার করা হয় তাঁকে।

প্রসঙ্গত, সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে ২০ এবং ২১ সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু তার আগে ১৯ তারিখই তিনি সুরের সফর ছেড়ে চিরতরে বিদায় নিলেন। শোনা যাচ্ছে, জুবিনের মৃগী রোগের সমস্যা ছিল। জলের তলদেশে স্কুবা ডাইভিং করতে নেমে তা উসকে ওঠায় প্রাণ হারান তিনি। তবে আসল কারণ জানতে তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ