সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমান সময়ে দাঁড়িয়ে বহু মানুষই পেশা হিসেবে বেছে নিয়েছেন সোশাল মিডিয়াকে। সেই তালিকায় রয়েছেন বহু অভিনেতা-অভিনেত্রীও। অভিনয়ের পাশাপাশি ইনফ্লুয়েন্সার হিসেবেও এখন বেশ জনপ্রিয় রাজা-মধুবনী জুটি। তবে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাঁদের। লাগাতার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ট্রোলিংয়ের শিকার হয়ে এবার সোশাল মিডিয়ায় নিজের মার্কশিট প্রকাশ করলেন মধুবনী (Madhubani Goswami )। তাতেও ধেয়ে এল কটাক্ষ।
কখনও নিজেদের বাড়ি-গাড়ির হিসেব দিয়ে, কখনও মাতৃত্ব নিয়ে নিজের মন্তব্য প্রকাশ করে, কখনও আবার শাঁখা-পলা নিয়ে নিজের ভাবনাচিন্তা প্রকাশ করে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী তথা ইনফ্লুয়েন্সার মধুবনী গোস্বামী। প্রতিক্ষেত্রেই পালটা দিয়েছেন তিনি। শুক্রবার সকালে ফেসবুকে নিজের মার্কশিট পোস্ট করলেন মধুবনী। লিখলেন, ‘মার্কশিটটা হয়তো না দেখালেও চলতো, কিন্তু কিছু কিছু সময় চুপ করে থাকতে নেই। চুপ করে থাকাটাকে কেউ কেউ আবার দুর্বলতা ভেবে নেয়।’
এখানেই থামেননি মধুবনী। বুঝিয়ে দিয়েছেন, অভিনয় না ভ্লগিং নয়, অনায়াসে যে কোনও পেশায় যেতে পারতেন তিনি। কিন্তু অভিনয় ভালোবাসা। তাই সেটাই করছেন। যদিও মাকর্শিট পোস্ট করে ট্রোলারদের থামাতে পারেননি অভিনেত্রী। কেউ লিখলেন, ‘এইটুকু নম্বর মাধ্যমিকে ইট-কাঠ পাথরেও পায়,তাও CBSE বোর্ডে! এবার তাহলে বিদ্যের দৌড় বোঝাতে উচ্চমাধ্যমিক, কলেজ-এগুলোও একটু হালকা করে দেখিয়ে দিন তো দেখি!’। কেউ লিখেছেন, ‘পরীক্ষায় গাদা গাদা নম্বরের সাথে বাস্তব বুদ্ধির কোনও সম্পর্ক নেই!!’ কেউ কটাক্ষ করে লিখলেন, ‘একেবারে অ্যাভারেজ রেজাল্ট তো। সেটাও পোস্ট করতে হলো!’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.