Advertisement
Advertisement

Breaking News

‘xxx’-এর নতুন ট্রেলারে নজর কাড়লেন দীপিকা

আপনাদের জন্য রইল দীপিকার নতুন ছবির ট্রেলার।

Deepika has stolen the show in XXX new trailer
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 17, 2016 3:44 pm
  • Updated:October 17, 2016 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রথম হলিউড ছবি ‘xxx’-এর প্রথম ট্রেলার ভক্তদের মন জয় করতে পারেনি। ট্রেলারটি নিঃসন্দেহে অ্যাকশন সিকোয়েন্স এবং তারকা সমাবেশে ভরপুর হলেও, সেই ট্রেলারজুড়ে ছিলেন কেবল ভিন ডিজেল। ডিপসকে দেখা গিয়েছিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তাই প্রথম ট্রেলারে দর্শকদের চমক দেওয়া হয়ে ওঠেনি অভিনেত্রীর।

Advertisement

কিন্তু দর্শকদের আনন্দ দিতে অভিনেত্রী হাজির হলেন ছবির দ্বিতীয় ট্রেলার নিয়ে। আর সেই ট্রেলারের মধ্যমণি অভিনেত্রী স্বয়ং। ট্রেলারে শিকারি দীপিকাকে দেখা গিয়েছে রণংদেহি অবতারে। জমকালো পোশাক, লাস্য এবং চূড়ান্ত অ্যাকশনে চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম। ছবিতে ভারতীয় শিকারি সেলেনা আঙ্গারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।

সম্প্রতি ১ মিনিট ২০ সেকেন্ডের নতুন ট্রেলারটি মুক্তি পেল ‘বিগ বস’ হাউসে। অভিনেত্রী স্বয়ং উপস্থিত ছিলেন সেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। দর্শকদের জন্য হিন্দিতে মুক্তি পেল সেই ট্রেলার।

আপনাদের জন্য রইল দীপিকার  নতুন  ছবির ট্রেলার:

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement