Advertisement
Advertisement
Deepika Padukone Kalki 2

অপেশাদার নন! নিজেই ‘কল্কি’র সিক্যুয়েল ছেড়েছেন ‘অপমানিত’ দীপিকা, কেন ক্ষুব্ধ নায়িকা?

'কল্কি'তে ব্লকবাস্টার পারফরম্যান্সের পরও কোন ক্ষোভে সিক্যুয়েল ছাড়লেন দীপিকা? ফাঁস বিস্ফোরক কারণ।

Deepika Padukone herself quit Kalki 2 after her role was reduced to cameo: Source
Published by: Sandipta Bhanja
  • Posted:September 19, 2025 9:52 am
  • Updated:September 19, 2025 10:03 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে লাগাতার অপেশাদারিত্বের অভিযোগ! মেগাবাজেট ‘স্পিরিট’-এর পর এবার চব্বিশের ব্লকবাস্টার দক্ষিণী ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে বাদ অভিনেত্রী। কারও দাবি ৮ ঘণ্টার শিফট নিয়ে সমস্যা, আবার কারও দাবি গগনচুম্বী পারিশ্রমিক হাঁকানোর জন্যেই বলিউডের ‘পদ্মাবতী’কে সিক্যুয়েল থেকে সরানো হয়েছে। আদৌ কি তাই? এবার অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র মারফৎ ফাঁস হল বিস্ফোরক কারণ।

Advertisement

‘কল্কি’র গল্প অনুযায়ী, বিষ্ণুর দশম অবতারকে গর্ভে ধারণ করেন দীপিকা। ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তাঁর উপরই কল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব বর্তেছে। দীপিকার গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার। পরিচালক নাগ অশ্বীনের সাজানো গল্প অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। যেখানে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। আর ঠিক এই প্রেক্ষাপটেই সুমতীর চরিত্রে বাজিমাত করেছেন দীপিকা পাড়ুকোন। যা দেখে দর্শকরাও রিপোর্ট কার্ডে ফুলমার্কস বসিয়েছছিলেন। কিন্তু এবার ‘কল্কি’ সিক্যুয়েল নিয়ে নতুন আপডেট। সিক্যুয়েলে থাকছেন না দীপিকা পাড়ুকোন। কিন্তু কেন ‘কল্কি’র দ্বিতীয় পর্বে বাদ তিনি? বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, “দীর্ঘ আলোচনার পর আমরা আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি যে ‘কল্কি ২৮৯৮’ ছবিতে দীপিকা পাড়ুকোন থাকছেন না। আমরা একসঙ্গে প্রথম ছবিতে কাজ করলেও দ্বিতীয় ছবিতে আমাদের কাজ করা সম্ভব হয়ে উঠছে না। তাছাড়া কল্কির মতো সিনেমার সিক্যুয়েলে অভিনয় করার জন্য দায়বদ্ধতা ভীষণভাবে প্রয়োজন।” এহেন পোস্টে স্বাভাবিকভাবেই দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ বিতর্ক উসকে দিয়ে একাংশের দাবি, তাহলে কি দীপিকার বিরুদ্ধে ফের ‘অপেশাদারিত্বে’র অভিযোগ উঠল? এমন গুঞ্জনে যখন শোরগোল সিনেদুনিয়ায়, ঠিক এইসময়েই জানা গেল, নির্মাতারা দীপিকাকে ছেঁটে ফেলেননি, বরং অভিনেত্রী নিজেই ‘কল্কি’র মেগাবাজেট সিক্যুয়েল ছেড়ে দিয়েছেন। নেপথ্যে রয়েছে বিস্ফোরক কারণ। কীরকম?

Deepika Padukone dropped from "Kalki 2"
ছবি : এক্স হ্যান্ডেল

ঘনিষ্ঠ সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে ঠিক হয়েছিল সিক্যুয়েলের গল্প এগোবে দীপিকা পাড়ুকোনকে ঘিরে। তবে পরবর্তীতে নির্মাতারা অভিনেত্রীকে জানান, চিত্রনাট্যে বদল হয়েছে। যেখানে দীপিকার স্ক্রিন প্রেজেন্স কমিয়ে একেবারে ক্যামিওর চরিত্রে আনা হয়! এখবর কানে যেতেই দীপিকার টিম হতভম্ব হয়ে যায়, কারণ অভিনেত্রী নিজেও মুখিয়ে ছিলেন ‘কল্কি ২’-এর শুটিং করার জন্য। আর ঠিক এই কারণেই চব্বিশ সালের ব্লকবাস্টার সিনেমার মেগাবাজেট সিক্যুয়েল থেকে সরিয়ে দাঁড়িয়েছেন দীপিকা।

প্রসঙ্গত, ‘কল্কি’ ছবিতে অভিনেত্রী হিসেবে আবারও নিজের জাত চিনিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সিনেমার এক দৃশ্য অভিনেত্রী যেভাবে দুঃসাহসী অবতারে ধরা দেন, তাতে দর্শকদের গায়েও কাঁটা দিয়েছিল! যেখানে প্রায় অর্ধনগ্ন অবস্থায় উন্মুক্ত স্ফীতোদর নিয়ে আগুনে উপর দিয়ে হাঁটতে দেখা গিয়েছিল অন্তঃসত্ত্বা দীপিকাকে। যদিও ‘কল্কি’র শুটিং করার সময়ে তিনি গর্ভবতী ছিলেন না। তবে এই দৃশ্য কিন্তু মাত্র একদিনেই ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠেছিল! সিনেবিশেষজ্ঞরা তো বটেই, এমনকী দর্শকরাও ধন্য ধন্য করেছিলেন অভিনেত্রীর ঝাঁজালো পারফরম্যান্স দেখে। অনেকে আবার আগুনের উপর দিয়ে হাঁটার দৃশ্যকে ‘পদ্মাবত’ ছবির ক্লাইম্যাক্সে ‘জওহর প্রথা’র সঙ্গে তুলনা করেন, কেউ বা আবার মহাভারতের দ্রৌপদীর সঙ্গে দীপিকার তুলনা টেনেছেন। অনেকে সেই চরিত্রে তাঁকে দেখার ইচ্ছেওপ্রকাশ করেছিলেন। শুধু বলিউড কেন, গোটা ভূ-ভারতে অভিনেত্রী হিসেবে যে তাঁর বিকল্প নেই, আবারও ‘কল্কি’তে প্রমাণ রেখেছেন তিনি। সৌন্দর্য এবং শিল্পীসত্ত্বাকে সমান্তরালে রেখে যিনি অনায়াসে হাঁটতে পারেন। পুরুষকেন্দ্রিক সিনেমাতেও যাঁর দাপট টের পাওয়া যায়। ঐতিহাসিক ভূমিকা হোক বা জীবন্ত চরিত্র, দীপিকার নখদর্পণে। ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো দুটো ব্লকবাস্টার কমার্শিয়াল সিনেমাতেও যে অভিনেত্রী অনায়াসে শাহরুখ খানের পারফরম্যান্সের পাশে নিজের উজ্জ্বল স্বাক্ষর রাখেন, তিনি দীপিকা পাড়ুকোন। খেল দেখিয়েছিলেন ‘Kalki 2898 AD’ ছবিতেও। সেই অভিনেত্রীকে সিক্যুয়েলে না পেলে যে দর্শকদের মন খারাপ হবেই, তা বলাই বাহুল্য!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement