Advertisement
Advertisement
Diljit Dosanjh KBC

KBC-র হট সিটে অমিতাভের মুখোমুখি দিলজিৎ দোসাঞ্ঝ, পুরস্কারমূল্য যাবে বন্যার্তদের সেবায়

'পাঞ্জাব দি পুত্তরে'র মহৎ উদ্যোগ।

Diljit Dosanjh to appear on Amitabh Bachchan's KBC 17
Published by: Sandipta Bhanja
  • Posted:October 15, 2025 9:18 pm
  • Updated:October 15, 2025 9:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেলেব অতিথি তালিকা নিয়ে বরাবরই কৌতূহল থাকে। ১৭তম মরশুমেও তার ব্যতিক্রম হয়নি! এবার কেবিসির হট সিটে বিগ বি’র মুখোমুখি দিলজিৎ দোসাঞ্ঝ। রিয়ালিটি শোয়ের বিশেষ পর্বে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে ‘পাঞ্জাব দি পুত্তর’কে। তবে এবার কেবিসিতে প্রতিযোগী হিসেবে গায়ক-অভিনেতার যোগ দেওয়ার নেপথ্যে রয়েছে বিশেষ একটি কারণ।

Advertisement

দিলজিতের ইচ্ছে, কেবিসিতে জেতা পুরস্কারমূল্যের পুরোটাই তিনি দান করবেন মানবসেবায়। প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হয়েছে পাঞ্জাব। প্রকৃতির রুদ্ররোষ থামলেও ধ্বংসলীলার চিহ্ন এখনও ইতি-উতি ছড়িয়ে। কারও মাথার ছাদ উড়ে গিয়েছে, কেউ বা এখনও গৃহহীন। আবার কোনও কোনও এলাকায় জরুরী পরিষেবা পেতে গিয়েও বেগ পেতে হচ্ছে স্থানীয়দের। বন্যায় জেরে আবার কারও বা নষ্ট হয়েছে বিঘা বিঘা চাষের জমি। ফলত আর্থিক অনটনের সঙ্গে এখনও যুঝে চলেছেন পাঞ্জাবের বানভাসী একাধিক এলাকার মানুষেরা। সেসব বন্যার্তদের পাশে দাঁড়াতেই এবার কেবিসিতে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে চলেছেন দিলজিৎ দোসাঞ্ঝ।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে প্রকৃতির তাণ্ডবলীলায় সর্বস্ব খোয়ানো বন্যার্তদের পাশে দাঁড়াতে অমৃতসরের ১০টি গ্রাম দত্তক নিয়েছিলেন দিলজিৎ। স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলির মাধ্যমে দুর্গতদের কাছে পৌঁছে দিয়েছিলেন পানীয় জল, খাবার, ওষুধ-সহ অত্যাবশকীয় বিভিন্ন জিনিসপত্র। এবারও কেবিসিতে যোগ দিয়ে পুরো পুরস্কারমূল্য তুলে দেবেন বন্যায় ক্ষতিগ্রস্থ পাঞ্জাবের মানুষদের জন্য। বুধবারই সোশাল মিডিয়ায় সেকথা নিশ্চিত করে দিলজিৎ লিখেছেন- ‘এটা আমার পাঞ্জাবের জন্য।’ স্বাভাবিকভাবেই ভূমিপুত্রের এহেন উদ্যোগে খুশি পাঞ্জাব।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ