Advertisement
Advertisement
Mimi Chakraborty

বেটিং কাণ্ডে এবার মিমি চক্রবর্তীকে তলব ইডির! স্ক্যানারে উর্বশীও

এবার এই তালিকায় নাম জড়াল মিমি ও উর্বশীর।

ED summons actress Urvashi Rautela, ex-MP Mimi Chakraborty in betting app case
Published by: Arani Bhattacharya
  • Posted:September 14, 2025 5:21 pm
  • Updated:September 14, 2025 6:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেটিং কান্ডে এবার টলিউড ও বলিউডের দুই অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও উর্বশী রাউতেলাকে তলব ইডির। আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর যথাক্রমে দিল্লিতে ইডির হেডকোয়ার্টারে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। এর আগে এই কাণ্ডে নাম জড়িয়েছিল টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরার। এবার সেই তালিকায় নাম জড়াল মিমি ও উর্বশীর।

Advertisement

 

সম্প্রতি এই বেটিং কণ্ডে নাম জরিয়েছিল টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরার। তাঁর পর এবার সেই একই কণ্ডে ডাক পড়ল মিমির। জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেত্রীকে সোমবার। এনফোর্সমেন্ট ডিরেক্টরের নির্দেশ অনুযায়ী সোমবার, ১৫ সেপ্টেম্বর মিমিকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মিমিকে। এরপর মঙ্গলবার অর্থাৎ ১৬ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উর্বশী রাউতেলাকে। অভিনেতা-অভিনেত্রীরা এই বেটিং অ্যাপগুলির প্রচার চালিয়ে সেখান থেকে প্রচুর আর্থিক সুবিধা পেয়ে থাকেন বলে অভিযোগ। একই সঙ্গে তদন্তকারী সংস্থার আরও দাবি বেটিং অ্যাপগুলি কয়েক কোটি টাকা অবৈধভাবে উপার্জন করছে।

উল্লেখ্য, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের জেরে এযাবৎকাল বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির একাধিক তারকাকে আইনি গেরোয় পড়তে হয়েছে। সেই তালিকায় যেমন বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ রয়েছেন, তেমনই হরভজন সিং, উর্বশী রাওতেলা, সুরেশ রায়নার নামও রয়েছে। গত জুন মাসেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বয়ান রেকর্ড করেছেন সুরেশ, হরভজন-সহ একাধিক তারকা। এবার অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচার করার জেরে ইডির সমন পেলেন অঙ্কুশ হাজরার পর মিমি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ