Advertisement
Advertisement
Book Launch

বলিউডের রেনেসাঁ পিরিয়ড! সাতের দশকের হিন্দি ছবি নিয়ে প্রতীক মজুমদারের নতুন বই

শনিবার সন্ধ্যায় অক্সফোর্ড বুকস্টোরে হয়ে গেল গ্রন্থপ্রকাশ অনুষ্ঠান।

book launch event on bollywood film history
Published by: Arani Bhattacharya
  • Posted:August 24, 2025 3:45 pm
  • Updated:August 24, 2025 4:10 pm   

বিদিশা চট্টোপাধ্যায়: শনিবার সন্ধ্যায় অক্সফোর্ড বুকস্টোরে হয়ে গেল প্রতীক মজুমদারের নতুন বই ‘ ১৯৭৫ দ্য ইয়ার দ্যাট ট্রান্সফর্ম বলিউড’-এর আনুষ্ঠানিক প্রকাশ। সাতের দশকের বলিউড নিয়ে আড্ডা , গল্প ,গান এবং কুইজের এই জমাটি অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্রি ভট্টাচার্য, জয়া শীল ঘোষ, লেখক প্রতীক মজুমদার, মৌসুমি সেনগুপ্ত, বিক্রম ঘোষ ও অন্যান্যরা। ১৯৭৫ সালের এবার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চলতি বছরকেই বেছে নেওয়া হয়েছে এই বিশেষ বই প্রকাশের জন্য ।

Advertisement

এদিন এই বই লঞ্চের অনুষ্ঠানে এই বই সম্পর্কে অত্রি ভট্টাচার্য বলেন, “প্রতীকের লেখা বইটা আমি পড়ছিলাম। প্রতিটা চ্যাপ্টারের শেষে ছোট ছোট ট্রিভিয়াগুলো বেশ ইন্টারেস্টিং লেগেছে। আমার ছোটবেলায় যে হলে গিয়ে খুব সিনেমা দেখেছি এমন নয়। কিন্তু সাতের দশকের হিন্দি ছবির সঙ্গে আমার পরিচয় বা যোগাযোগ সেই সময়ের গান এবং মিউজিকের হাত ধরে। মিউজিক এবং গান নিয়ে আমি আর প্রতীক অনেক আড্ডা দিয়েছি। এই সময়ের মিউজিক অপ্রতিরোধ্য। এই বইয়ে তার উল্লেখ আছে। বইটা পড়তে ভালো লাগে, কেবল ১৯৭৫ সালের বলিউড নিয়ে অনেক তথ্য আছে বলে নয়, পড়তে পড়তে পঞ্চাশ বছর আগেকার বলিউডে ফিরে যাওয়া যায়।”

এদিন এই অনুষ্ঠানে এসে খুবই খুশি জয়া শীল ঘোষ। তিনি বলেন, “এই বইয়ের প্রকাশ অনুষ্ঠানের অংশ হতে পেরে ভালো লাগছে। ১৯৭৫ এর বলিউড আমাদের বড় হয়ে ওঠার সময়। বড় হওয়ার সময় যেমন দেখেছি, এখনও ফিরে ফিরে দেখি। বিক্রম এবং আমার মধ্যে এই সাতের দশকের বলিউডের গান, সিনেমা নিয়ে কথোপকথন খুব প্রিয় একটা অভ্যেস। এই সময়ের ছবির বিষয়, গান, অভিনয় একটা অন্য মাত্রা পেয়েছিল।”

বই প্রকাশ অনুষ্ঠানে আড্ডা দিতে দিতে বিক্রম ঘোষ বলেন, “সাতের দশকের কথা বললেই তখনকার ফ্লেয়ার প্যান্টের কথা মনে পরে। ওই সময়কাল একটা শব্দে বলতে ‘ফ্লেয়ার’ শব্দটাই মাথায় আসে। ‘ফ্লেয়ার ফর এভরিথিং’, ‘শোলে’, ‘দিওয়ার’, ‘জয় সন্তোষী মা’, ‘আঁধি’, ‘চরণদাস চোর’, ‘ছোটি সি বাত’, ‘কালা শোনা’ নানা ধরনের ছবি হত। বাবা মায়ের সঙ্গে এই সব ছবি আমি মেনকা সিনেমা হলের নাইট শোয়ে দেখেছি। সব দিক দিয়ে দেখতে গেলে সেভেন্টিজ বলিউডের রেনেসাঁ পিরিয়ড। আমি খুব খুশি যে প্রতীক এই সময়কাল ধরে, ১৯৭৫ কে গুরুত্ব দিয়ে বইটা লিখেছে।”

প্রতীক মজুমদারের প্রথম বই একটি ছোট গল্পের সংকলন। বিজ্ঞাপন জগতে নিজের কেরিয়ার শুরু করে ভারত এবং লন্ডন জুড়ে কাজ করেছেন। ‘১৯৭৫ দ্য ইয়ার দ্যাট ট্রান্সফর্ম বলিউড’ তাঁর দ্বিতীয় বই এবং সিনেমা নিয়ে প্রথম বই। বন্ধু এবং আত্মীয়দের মধ্যে তিনি একজন ফিল্ম-বাফ বলেই পরিচিত। এদিন অনুষ্ঠানে নিজের এই বই সম্পর্কে বলতে গিয়ে লেখক প্রতীক মজুমদার বলেন, “আমি প্রথমে গোটা সাতের দশক নিয়ে বইটা লিখব ভেবেছিলাম। কিন্তু তারপর যখন বসে সিনেমার তালিকা তৈরি করতে শুরু করলাম, বুঝতে পারলাম যে ছবিগুলো নিয়ে লিখতে চাইছি তার বেশিরভাগ ছবিই মুক্তি পেয়েছে ১৯৭৫ সালে। ‘শোলে’, ‘দিওয়ার’, ‘আঁধি’, ‘খুশবু’ , ‘চুপকে চুপকে’, ‘মিলি’, ‘ছোটি সি বাত’ এবং আরও অন্যান্য ছবি রয়েছে। তখনই মনে মনে ঠিক করলাম লেখার মধ্যে দিয়ে ১৯৭৫ এর পঞ্চাশ বছর উদযাপন করলে কেমন হয়।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ