Advertisement
Advertisement
Rituparna Sengupta

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ঋতুপর্ণার নতুন চমক, কোন ভূমিকায় ‘ম্যাডাম সেনগুপ্ত’?

নতুন রূপে বাংলার দর্শক দেখতে পাবেন ঋতুপর্ণাকে।

Rituparna Sengupta playing new role with bhabna aaj o kal
Published by: Arani Bhattacharya
  • Posted:August 8, 2025 5:57 pm
  • Updated:August 8, 2025 5:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় থেকে প্রযোজনা সব ক্ষেত্রেই তাঁরব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি টলিউডের স্বনামধন্য নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয়, প্রযোজনা-সহ নানা রকমের দায়বদ্ধতা সবকিছুই হাসি মুখে সামলান ‘ম্যাডাম সেনগুপ্ত’। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর আরও এক ছবি ‘গুডবাই মাউন্টেন’। একইসঙ্গে মুক্তি পাবে তাঁর আরও এক নতুন ছবি ‘বেলা’। সেই ছবির প্রচার নিয়ে ব্যস্ততা তুঙ্গে। এসবের মাঝেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে নতুন রূপে বাংলার দর্শক দেখতে পাবেন ঋতুপর্ণাকে।

Advertisement

ঋতুপর্ণা সেনগুপ্তের প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’ এতদিন বিভিন্ন ছবি প্রযোজনা করে এসেছে এবং ইন্ডি ফিল্মমেকারদের পাশে দাঁড়িয়েছে। শুধু তাই নয়। এই সংস্থা পাশে দাঁড়িয়েছে বহু শিল্পীর। এবার একটু ভিন্ন রকমের ভাবনা ভেবেছে ঋতুপর্ণার প্রযোজনা সংস্থা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ঋতুপর্ণা এবং তাঁর ‘ভাবনা আজ ও কাল’ এক অভিনব নৃত্যানুষ্ঠানের আয়োজন করতে চলেছে আগামী ১৪ আগস্ট, কলামন্দিরে। এ একেবারেই আলাদা এক প্রয়াস বলা যায়। রবীন্দ্রনৃত্য, ধ্রুপদীনৃত্যর মিশেল ফুটে উঠবে এবারের এই পরিবেশনা। অনুষ্ঠানের নাম ‘ এন ইভিনিং অফ রিদিম এন্ড রাগা’। এই অনুষ্ঠানেই ঋতুপর্ণা পরিবেশনা করবেন তাঁর অভিনব নৃত্যভাবনা। নতুন এই ভাবনা নিয়ে ঋতুপর্ণা বলেন, “এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই ভাল লাগছে। তাবড় তাবড় ধ্রুপদী শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ছন্দ এবং ধ্রুপদী রাগকে মাথায় রেখে নৃত্যপরিকল্পনা করেছি। আশা করছি মানুষের ভাল লাগবে।”

এছাড়াও এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসাবে থাকবে সেতারবাদক উস্তাদ শাহিদ পারভেজ এবং  তবলাবাদক পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের যুগল পরিবেশনা। ধ্রুপদীসঙ্গীত দুনিয়ায় এই দুই দিকপালের বাজনা শোনার এক দুর্লভ অভিজ্ঞতার সাক্ষী থাকতে চলেছে কলকাতা। অনুষ্ঠানের অন্যতম চমক সুপ্রিয় গাঙ্গুলির ধ্রুপদী সঙ্গীত পরিবেশন, তবলায় সঙ্গত করবেন ডি সুব্রত। স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাগ এবং ছন্দের মিশেলে এক অনন্য সন্ধ্যা উপহার দিতে চলেছে ‘এন ইভিনিং অফ রিদিম এন্ড রাগা’।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ